Jyoti Malhotra: নেক্সট ডেস্টিনেশন ছিল ঢাকা! ভারতের ক্ষতি করতে আর কোথায় কোথায় হাত মিলিয়েছিল জ্যোতি, জানলে স্তম্ভিত হয়ে যাবেন

YouTuber Jyoti Malhotra: জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। ভারতের বিভিন্ন গোপনীয় তথ্য় পাকিস্তানে পাচার করত জ্যোতি। একাধিক পাকিস্তানি এজেন্ট ও আইএসআই-র সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির।

Jyoti Malhotra: নেক্সট ডেস্টিনেশন ছিল ঢাকা! ভারতের ক্ষতি করতে আর কোথায় কোথায় হাত মিলিয়েছিল জ্যোতি, জানলে স্তম্ভিত হয়ে যাবেন
জ্যোতি মালহোত্রা।Image Credit source: Instagram

|

May 21, 2025 | 12:23 PM

চণ্ডীগঢ়:  নামেই ইউটিউবার, আদতে পাকিস্তানি গুপ্তচরের কাজ করত জ্যোতি মালহোত্রা। এবার জ্যোতির সঙ্গে বাংলাদেশ যোগও খুঁজে পাওয়া গেল। এতেই তদন্তকারীদের আরও সন্দেহ বেড়েছে। জেরা করে আরও গোপন তথ্য জানার চেষ্টা চলছে।

জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। ভারতের বিভিন্ন গোপনীয় তথ্য় পাকিস্তানে পাচার করত জ্যোতি। একাধিক পাকিস্তানি এজেন্ট ও আইএসআই-র সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির।

হরিয়ানা পুলিশ তদন্তে জানতে পেরেছে, জ্যোতি পাকিস্তানের হয়ে মগজধোলাই করার চেষ্টা করত। স্থানীয় মানুষদের প্রভাবিত করার চেষ্টা করত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও এর জন্য যোগাযোগ করত।

জানা গিয়েছে, জ্যোতির পরবর্তী গন্তব্যই ছিল বাংলাদেশ। সে দেশে যাওয়ার জন্য ভিসার আবেদনও করত। অস্থায়ী ঠিকানা হিসাবে ঢাকার উত্তরার উল্লেখ ছিল। ভিসার আবেদনে কোনও তারিখ উল্লেখ না থাকলেও, গোয়েন্দারা নিশ্চিত, ভারত-পাকিস্তানের এই সংঘর্ষের পর জ্যোতি বাংলাদেশেই যেত। সেখানে ভ্লগিং বা ভিডিয়ো শুটের নামে বাংলাদেশি চরদের সঙ্গে যোগাযোগ করত।

জ্যোতিকে ইতিমধ্যেই এনআইএ ও ইন্টেলিজেন্স ব্যুরো জেরা করছে। পাকিস্তান, চিন সহ একাধিক দেশে জ্যোতির ভ্রমণের পিছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সূত্রের খবর, জেরায় জ্যোতি নির্লিপ্ত থাকছে, উল্টে গোয়েন্দাদেরই চাপে ফেলার চেষ্টা করছে এই দাবি করে যে তাঁর বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।