Covid-19 Bulletin : আবার একশোর উপরে বাংলায় দৈনিক করোনা সংক্রমণ, কোথায় বাড়ল আক্রান্তের সংখ্য়া?

Coronavirus cases in West Bengal : রাজ্যে আবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

Covid-19 Bulletin : আবার একশোর উপরে বাংলায় দৈনিক করোনা সংক্রমণ, কোথায় বাড়ল আক্রান্তের সংখ্য়া?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 7:57 PM

কলকাতা : বাংলায় করোনা সংক্রমণ ক্রমশ ওঠানামা করছে। গতকাল এক ধাক্কায় ১০০-র নিচে করোনা সংক্রমণ নেমে গিয়েছিল। কিন্তু রাজ্যে গতকালের তুলনায় আবারও কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ (COVID Cases in West Bengal)। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। যেখানে এর আগের দিন রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৯১২ টি। বর্তমানে সুস্থতার হার গতকালের মতোই রয়েছে। শেষ সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১৬৪ জন।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার – ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

মালদহ–গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার – ০, মঙ্গলবার -০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

বীরভূম– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

হুগলি– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার – ০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার -১, মঙ্গলবার -০।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: সোমবার -০, মঙ্গলবার -২।

আরও পড়ুন : Industry Sector: বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের জোর প্রস্তুতি, শিলিগুড়ির পর এবার কলকাতাতেও শিল্প বৈঠক