AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahjahan Sheikh: ১৭টি গাড়ি, বাড়ির দামই দেড় কোটি, আর কত সম্পত্তি রয়েছে শাহজাহানের?

Shahjahan Sheikh: বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধক্ষের দায়িত্বে রয়েছেন বছর পঁয়তাল্লিশের এই তৃণমূল নেতা। ২০২৩ সালে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্য বলছে তাঁর নামে ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে ১ কোটি ৯২ লক্ষ ১২ হাজার টাকা।

Shahjahan Sheikh: ১৭টি গাড়ি, বাড়ির দামই দেড় কোটি, আর কত সম্পত্তি রয়েছে শাহজাহানের?
প্রতীকী ছবি Image Credit: TV-9 Bangla
| Updated on: Jan 05, 2024 | 11:43 PM
Share

কলকাতা: বাড়িতে রয়েছে ১৭টি গাড়ি। ব্যাঙ্কে রয়েছে প্রায় ২ কোটি টাকা। এমনই বলছে ২০২৩ সালে শেখ শাহজাহানের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা। বাম আমলেই উত্থান সন্দেশখালির শাহজাহান শেখের (Shahjahan Sheikh)। সূত্রের খবর, সন্দেশখালির সরবেড়িয়া অঞ্চলের একসময়ের পঞ্চায়েত প্রধান শেখ মোসলেমের সহকারী ছিলেন শেখ শাহজাহান। পরবর্তীতে ২০১৩ সালে তৃণমূলে যোগ। এলাকায় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি রয়েছে তাঁর। তেইশের পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি ২ নম্বর ব্লকের জেলা পরিষদের প্রার্থী হন তিনি। জিতেও আসেন। 

বর্তমানে আবার তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধক্ষের দায়িত্বে রয়েছেন বছর পঁয়তাল্লিশের এই তৃণমূল নেতা। ২০২৩ সালে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্য বলছে, তাঁর নামে ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে ১ কোটি ৯২ লক্ষ ১২ হাজার টাকা। যে সময় এই হলফনামা দেওয়া হচ্ছে সেই সময় তাঁর হাতে নগদ ২ লক্ষ টাকা ছিল বলে জানানো হয়েছে। 

তবে এই হলফনামাতেই বলা হচ্ছে, তাঁর কাছে ২ কোটি ৩৯ লক্ষ টাকার গয়না রয়েছে। রয়েছে ৪৩ বিঘা জমি। যার বাজারদর ৪ কোটি টাকা। এছাড়াও তাঁর কাছে রয়েছে ১৭টি গাড়ি। পেশা হিসাবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় পেশা হিসাবে ব্যবসাকে দেখিয়েছেন এই শাহজাহান। তা থেকে বাৎসরিক আয় ১৯ লক্ষ ৮৩ হাজার ৮৩২ টাকা। ২০২৩ সালের জুন মাসের ১৪ তারিখ জমা দেওয়া হয় এই হলফনামা। তাতেই দেখা যাচ্ছে, সরবেড়িয়ায় তাঁর পাকা বাড়ি রয়েছে। বাজারমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। তবে এই হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতার কোনও উল্লেখ নেই। এমনকী স্ত্রী তসলিমা বিবিরও কোনও সম্পত্তির খতিয়ান এতে নেই।