AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Director: কনভয়ে ৬টি গাড়ি, ৪০ জন জওয়ান, IPAC কাণ্ডের পর ED ডিরেক্টরের জন্য জেড প্লাস নিরাপত্তা কলকাতায়

ED Director: সাধারণত ইডি বা সিবিআইয়ের ক্ষেত্রে অতীতে ডিরেক্টর পদের অফিসার কলকাতায় এলে CRPF নিরাপত্তা পেয়ে থাকেন। সেক্ষেত্রে গাড়ির কনভয়ে CRPF নিরাপত্তা দেওয়া হয়। বর্তমান ইডি ডিরেক্টর রাহুল নবীন অন্য রাজ্যে গেলেও এত নিরাপত্তা পান না। এমনকি তিনি দিল্লিতেও এই পরিমাণ নিরাপত্তা পান না।

ED Director: কনভয়ে ৬টি গাড়ি, ৪০ জন জওয়ান, IPAC কাণ্ডের পর ED ডিরেক্টরের জন্য জেড প্লাস নিরাপত্তা কলকাতায়
ইডি ডিরেক্টর রাহুল নবীনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 23, 2026 | 5:42 PM
Share

আইপ্যাক কাণ্ডের পর  বঙ্গসফরে ইডি ডিরেক্টরকে দেওয়া হয়েছে জেড প্লাস ক্যাটাগরি। আই প্যাক কাণ্ডের পর ‘রিভিউ মিটিংয়ে’ দু’দিনের জন্য কলকাতায় এসেছেন ইডি ডিরেক্টর। রাহুল নবীনের সুরক্ষায় বাড়তি সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক।

সূত্রের খবর, রাহুলকে দু’দিনের জন্য জেড প্লাস নিরাপত্তা অনুমোদন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতা বিমানবন্দরে নামার পর থেকে সুরক্ষায় CRPF এর ‘VIP Security Group’ থেকে ২০ জন জওয়ান মূল নিরাপত্তার দায়িত্বে। যদিও নবীন বুলেটপ্রুফ গাড়িতে চড়েননি। স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা এই পর্যায়ের নিরাপত্তা পেয়ে থাকেন সেই নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

সাধারণত ইডি বা সিবিআইয়ের ক্ষেত্রে অতীতে ডিরেক্টর পদের অফিসার কলকাতায় এলে CRPF নিরাপত্তা পেয়ে থাকেন। সেক্ষেত্রে গাড়ির কনভয়ে CRPF নিরাপত্তা দেওয়া হয়। বর্তমান ইডি ডিরেক্টর রাহুল নবীন অন্য রাজ্যে গেলেও এত নিরাপত্তা পান না। এমনকি তিনি দিল্লিতেও এই পরিমাণ নিরাপত্তা পান না। কিন্তু আই প্যাক কাণ্ডের পর ইডি ডিরেক্টরের কলকাতায় আসার ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চায়নি স্বরাষ্ট্রমন্ত্রক। সেজন্যই মন্ত্রীদের নিরাপত্তায় নিয়োজিত CRPF, VIP Security Group কে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলের মূল নিরাপত্তার। তাঁর কনভয়ে পাইলট কার CRPF , CRPF VIP Security Group এর। কনভয়ে সবমিলিয়ে ৬টি গাড়ি থাকছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, CRPF VIP Security Group ছাড়া CGO কমপ্লেক্সে মোতায়েন করা হয়েছে দুই প্ল্যাটুন  CRPF জওয়ান। CGO কমপ্লেক্সের সব গেটে মোট ৩৫-৪০ জন জওয়ান রয়েছেন। সিঁড়িতেও রয়েছে একজন করে জওয়ান। সবমিলিয়ে নজিরবিহীন নিরাপত্তা রাহুল নবীনের জন্য।