AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB By-Election: সুকান্ত-শুভেন্দু-দিলীপ তো থাকছেনই! উপ নির্বাচনে সাত কেন্দ্রীয় মন্ত্রীকে মাঠে নামাচ্ছে বিজেপি

BJP Star campaigner: ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে। ইতিমধ্যেই প্রার্থীদের মান ঘোষণা করেছে বিজেপি।

WB By-Election: সুকান্ত-শুভেন্দু-দিলীপ তো থাকছেনই! উপ নির্বাচনে সাত কেন্দ্রীয় মন্ত্রীকে মাঠে নামাচ্ছে বিজেপি
তালিকায় রয়েছেন এ রাজ্যের চার কেন্দ্রীয় মন্ত্রী
| Edited By: | Updated on: Oct 08, 2021 | 2:15 PM
Share

কলকাতা: কয়েক দিন রাত আগেই রাজ্যে একপ্রস্থ উপনির্বাচন (WB By ELection) মিটেছে। ভবনীপুর সহ মোট তিনটি কেন্দ্রের জয়ী হয়েছে তৃণমূল (TMC)। পুজোর পর আরো একদফা উপনির্বাচন রাজ্যে। ভবানীপুরের ফলাফল খারাপ হলেও হাল ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। মোট ৪ কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের জন্য প্রস্তুত গেরুয়া ব্রিগেড। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কিংবা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো রাজ্য স্তরের নেতারা তো থাকছেনই। সেই সঙ্গে বিজেপির (BJP) তারকা প্রচারকের (Star Campaigner) তালিকায় থাকছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী (Union Ministers)। এ রাজ্যে ৪ কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও ভিনরাজ্যের মন্ত্রীরাও আসবেন বাংলায়। ইতিমধ্যেই সেই তারকা প্রচারকের তালিকা জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে (Election Commission)।

আগামী ৩০ অক্টোবর গোসাবা, দিনহাটা, শান্তিপুর ও খড়দহ এই চার কেন্দ্রে উপনির্বাচন হবে। গতকাল সেই চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর এবার সামনে এল তারকা প্রচারকের তালিকা। এই তালিকায় রাজ্য নেতৃত্বের মধ্যে থাকছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তালিকায় রয়েছেন স্মৃতি ইরানি, ডঃ সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, গিরিরাজ সিং ও প্রতিমা ভৌমিক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও ভোট প্রচারে আসবেন এ রাজ্যে। এ ছাড়াও থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। থাকবেন রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীরা।

গত উপনির্বাচনেও কেন্দ্রীয় মন্ত্রীদের দেখা গিয়েছে প্রচারে। ছিলেন স্মৃতি ইরানি, সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর। এ ছাড়া অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা, সাংসদ স্বপন দাশগুপ্ত, অনির্বান গঙ্গোপাধ্য়ায়, প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরি, শমীক ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, শাহওয়াজ হোসেন, দীনেশ ত্রিবেদীরাও প্রচার করেন।

ভবানীপুরে বিজেপির ফল ভালো হয়নি। বড় ব্যবধানেই জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন সব্যসাচী দত্ত। কিছুদিন আগেই তৃণমূলে নাম লিখিয়ে চমক দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাই বাকি থাকা ৪ কেন্দ্রের উপনির্বাচন বিজেপির জন্য একটা বড় প্রেস্টিজ ফাইট। তাই লড়াই ছাড়া এতটুকু মাটি ছাড়তে রাজি নয় বঙ্গ বিজেপি। ওোর মধ্যে রয়েছে খোদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ছেড়ে দেওয়া কেন্দ্র দিনহাটাও।

গতকাল বিজেরি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। খড়দহে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী জয় সাহা। দিনহাটায় পদ্ম-প্রতীকে লড়বেন অশোক মণ্ডল। শান্তিপুরের প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। গোসাবায় বিজেপির মুখ পলাশ রানা। দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ, বামেদের মুখ ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ। খড়দহে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস। শান্তিপুরে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, গোসাবায় সুব্রত মণ্ডল। অন্যদিকে এই দুই কেন্দ্রে বামেদের হয়ে লড়বে সিপিএমের সৌমেন মাহাতো এবং আরএসপির অনিল চন্দ্র মণ্ডল।

আরও পড়ুন: Businessman Murder: পুলিশি নিষ্ক্রিয়তার মামলা চলাকালীনই খুন মামলাকারী! প্রসূন মণ্ডল খুনে বিস্মিত হাইকোর্ট