Businessman Murder: পুলিশি নিষ্ক্রিয়তার মামলা চলাকালীনই খুন মামলাকারী! প্রসূন মণ্ডল খুনে বিস্মিত হাইকোর্ট

Calcutta High Court: গত সোমবার কুলপির ঈশ্বরীপুর পঞ্চায়েতের এলাকায় প্রসূন মণ্ডলের রক্তাক্ত দেহ উদ্ধার হয় রাস্তা থেকে। ঘটনায় কয়েক জন প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে প্রসূনের পরিবার।

Businessman Murder: পুলিশি নিষ্ক্রিয়তার মামলা চলাকালীনই খুন মামলাকারী! প্রসূন মণ্ডল খুনে বিস্মিত হাইকোর্ট
অন্তর্বর্তী নির্দেশ দিল হাইকোর্ট। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2021 | 1:18 PM

কলকাতা : বারবার ফোনে আসছিল খুনের হুমকি। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। সমস্যা বাড়তে থাকায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের ব্যবসায়ী প্রসূন মন্ডল। সেই মামলা যখন হাইকোর্টে বিচারাধীন তারই মধ্যে মৃত্যু হল মামলাকারী ওই ব্যবসায়ীর। সেই মামলায় আজ পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে ২৪ ঘন্টার মধ্যে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। মামলা চলাকালীনই এ ভাবে মামলাকারীর মৃত্যুতে বিস্মিত হাই কোর্ট।

দিন কয়েক আগেই ডায়মন্ডহারবার এলাকায় খুন হন প্রসূন মন্ডল নামে ওই ব্যবসায়ী। জানা গিয়েছে, ওই ব্যক্তির ভাইকে কিছুদিন আগেই খুন হতে হয়েছিল। প্রাণনাশের হুমকি বারবারই দেওয়া হত প্রসূনকেও। পুলিশকেও একাধিকবার সে কথা জানানো হয়েছে পরিবারের তরফে। অভিযোগ  পুলিশ সবকিছু জানা সত্বেও এতদিন ধরে কোনও ব্যবস্থা নেয়নি। এরপর হাইকোর্টে মামলা করা হয়েছিল। আবেদনে জানানো হয়েছিল যে ভাই ইতিমধ্যেই খুন হয়েছেন। তাই এবার যেন পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টা কি দেখে। এই মামলা-মোকদ্দমার মধ্যেই খুন হয়েছেন প্রসূন মন্ডল।

আজ শুক্রবার শুনানিতে খুনের কথা শুনে ক্ষুব্ধ হন বিচারপতি। ২৪ ঘণ্টার মধ্যে মামলাকারীর পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। পাশাপাশি, এই ঘটনায় তদন্তের অগ্রগতি কতটা হয়েছে তা-ও জানতে চান বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ৯ নভেম্বরের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে পুলিশের কাছে। পুলিশি নিষ্ক্রিয়তার মামলা চলাকালীন এ ভাবে একজন মামলাকারী খুন হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি।

আরও পড়ুন : Kali Puja: কালীপুজোয় বাজি চাই না, হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

সূত্রের খবর, পুলিশ জানতে পেরেছে যে দীর্ঘ দিন ধরেই ব্যবসায়ী প্রসূনের সঙ্গে ওই প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, প্রসূনের জমির দলিল সহ বিভিন্ন কাগজপত্র জাল করে বিক্রিও করে দিয়েছে তাঁর প্রতিবেশীরা। তা নিয়েই বিবাদের সূত্রপাত৷ প্রসূনের পরিবারের তরফে জানা গিয়েছে, গত সোমবার দুপুরে কুলপি ভূমি এবং ভূমি সংস্কার দফতরে এই মামলার সব পক্ষকেই ডাকা হয়েছিল। সেখানেই রওনা দিয়েছিলেন প্রসূন। কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে যাওয়ার পরই ওই প্রতিবেশীরা তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। সেখানেই প্রসূনকে খুন করা হয়। পরে তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন :  Maldah: ‘আপনার হার্ট দুর্বল থাকলে দোষ কি বাকিদের?’ মালদায় ভ্যাকসিন লাইনে সিভিক ভলেন্টিয়ারের ‘মারে’ বৃদ্ধের মৃত্যুতে সাফাই পুলিশকর্তার

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অবশ্য এ রাজ্যে নতুন নয়। ভোট পরবর্তী হিংসা মামলাতেও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওনেক ক্ষেত্রেই পুলিশ অভিযোগ প্রহণ করেনি বলে দাবি করেছে পরিবার। আপাতত  ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই।

‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন