AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Murder: মাথা থেঁতলে দিয়েছে, গোটা শরীর রক্তাক্ত! মাছের বাজার সাতসকালে পড়ল শোরগোল

Dead Body Found in Haridevpur: ভোরে যখন তারা দোকান খুলতে আসেন, সেই সময় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন তারা। মাথা যেন কোনও ভারী বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। মৃতদেহের অদূরেই একটি সাইকেল ভ্যানও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অনুমান, ওই ব্যক্তি হয়তো ভ্য়ান চালানোর কাজ করতেন।

Kolkata Murder: মাথা থেঁতলে দিয়েছে, গোটা শরীর রক্তাক্ত! মাছের বাজার সাতসকালে পড়ল শোরগোল
হরিদেবপুরে চাঞ্চল্যImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Sep 01, 2025 | 10:30 AM
Share

হরিদেবপুর: মাছের বাজারে পড়ে একটা রক্তাক্ত দেহ। সাতসকালে পড়ল শোরগোল। কে এই ব্য়ক্তি? কীভাবেই বা এই পরিণতি হল তার? এই সকল প্রশ্ন ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনা হরিদেবপুরের কবরডাঙ্গার। সোমবার সকালে দোকানীরাই সর্বপ্রথম ওই দেহটি দেখতে পান। তারপরই খবর দেওয়া হয় পুলিশে।

ইতিমধ্য়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিদেবপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে দেহ। তারপর এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে। অভিযুক্তদের ধরতে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশি সূত্রে খবর, ওই নিহত ব্যক্তির গোটা শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথার পিছনেও ধারাল কিছু দিয়ে করা আঘাতের একটা চিহ্ন পাওয়া গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে যখন তারা দোকান খুলতে আসেন, সেই সময় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন তারা। মাথা যেন কোনও ভারী বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। মৃতদেহের অদূরেই একটি সাইকেল ভ্যানও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অনুমান, ওই ব্যক্তি হয়তো ভ্য়ান চালানোর কাজ করতেন।

কিন্তু এরকম একজন সাদামাটা ভ্যান চালিয়ে জীবনযাপন করা ব্যক্তিকে কোন রোষের শিকার হতে হল? একাংশের অনুমান, পুরনো কোনও বিবাদেই জড়িয়েই হয় তো প্রাণ গিয়েছে তার। ওই ব্যক্তির পরিচয় এখন জানা সম্ভব হয়নি। বাজারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্লেস অব অকারেন্স বা ঘটনাস্থলে ঠিক কী কী ঘটেছিল, তা বোঝার চেষ্টা করছে পুলিশ।