AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Businessman died: মধ্যবয়সী পুরুষ, সেই কি না সোনাগাছির হোটেলে…অবস্থা দেখে স্তম্ভিত পুলিশও

Businessman died in Sonagachi: কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়। মৃতদেহের ময়নাতদন্তের পর পুলিশ জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Businessman died: মধ্যবয়সী পুরুষ, সেই কি না সোনাগাছির হোটেলে...অবস্থা দেখে স্তম্ভিত পুলিশও
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 9:20 PM
Share

কলকাতা: বাড়ি পশ্চিম মেদিনীপুরে। সেখান থেকে এসেছিলেন কলকাতায়। উঠলেন উত্তর কলকাতার সোনাগাছি এলাকার একটি হোটেলে। এরপর মঙ্গলবার ভোরে আচমকাই হইচই শুরু হোটেলে। কী হয়েছে? কী ঘটেছে? আলোচনা যখন চলছে, তখনই এসে হাজির পুলিশ। এরপরই জানা গেল, বছর উনপঞ্চাশের ওই ব্যক্তি পড়ে রয়েছেন অচৈতন্য অবস্থায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে বাঁচানো যায়নি। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বড়তলা থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ব্যবসায়ী। সেখানে তাঁর হোটেল রয়েছে। গতকাল সোনাগাছি এলাকার গৌরী শঙ্কর লেনের একটি হোটেলে এসে ওঠেন তিনি। এদিন ভোরে তাঁকে অজ্ঞান অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়। মৃতদেহের ময়নাতদন্তের পর পুলিশ জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

ওই ব্যক্তির মৃত্যুর পরই তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, দেহ নিতে মৃত ব্যক্তির ভাই আসেন। তাঁর হাতেই দেহ তুলে দেওয়া হয়।