AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: মাঝ আকাশে কলকাতাগামী বিমানে ধোঁয়ার সংকেত, ককপিটে বাজল বিপদঘণ্টা!

Kolkata Airport: ইন্ডিগো উড়ান সংস্থার সিক্সই ৫২১৩ বিমানটি দিল্লি থেকে কলকাতার দিকে আসছিল। মাঝ আকাশে থাকাকালীন হঠাৎ বিমানের লাগেজ হোল্ড থেকে ধোঁয়ার সংকেত দেখা যায়। খবর যায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল কন্ট্রোল সেন্টারে। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের টার্মিনাল ম্যানেজার লোকাল স্ট্যান্ডবাই ঘোষণা করেন।

Kolkata Airport: মাঝ আকাশে কলকাতাগামী বিমানে ধোঁয়ার সংকেত, ককপিটে বাজল বিপদঘণ্টা!
বিমানের ককপিট (প্রতীকী ছবি)Image Credit: Pixabay
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 11:48 PM
Share

কলকাতা: মাঝ আকাশে হঠাৎ বিপত্তি। কলকাতাগামী এক বিমানে মাঝ আকাশে লাগেজ হোল্ড থেকে ধোঁয়ার সংকেত ভেসে ওঠে। বিমানের ককপিটে বিপদঘণ্টা বেজে উঠতেই তড়িঘড়ি পাইলট যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সঙ্গে সঙ্গে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জারি হয়ে যায় লোকাল স্ট্যান্ডবাই। বাকি সব বিমানকে গো অ্যাওয়ে করে দিয়ে ওই বিমানটিকে আপদকালীন পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করানোর ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে বিমানটি। বিমানে ১৮২ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন।

জানা যাচ্ছে, ইন্ডিগো উড়ান সংস্থার সিক্সই ৫২১৩ বিমানটি দিল্লি থেকে কলকাতার দিকে আসছিল। মাঝ আকাশে থাকাকালীন হঠাৎ বিমানের লাগেজ হোল্ড থেকে ধোঁয়ার সংকেত দেখা যায়। খবর যায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল কন্ট্রোল সেন্টারে। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের টার্মিনাল ম্যানেজার লোকাল স্ট্যান্ডবাই ঘোষণা করেন। বাকি সব বিমানের বদলে ওই দিল্লি থেকে কলকাতাগামী ওই বিমানটিকে আপদকালীন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। এরপর সকাল ১১টা নাগাদ ১৮২ জন যাত্রীকে নিয়ে বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং  ২২ নম্বর বে’তে সেটিকে পার্ক করানো হয়।

যদিও পরে বোঝা যায় বিমানটিকে কোনও ধোঁয়ার সমস্যা ছিল না। প্রযুক্তিগত ত্রুটির কারণেই লাগেজ হোল্ড থেকে ধোঁয়ার সংকেত ভেসে উঠেছিল ইন্ডিগো উড়ান সংস্থার কলকাতাগামী ওই বিমানে। মাঝ আকাশে এই ঘটনায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। যদিও বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণের পর স্বস্তি পান সকলে। যাত্রীদের বিমান থেকে নামানোর পর ওই বিমানটির ত্রুটি মেরামতের কাজ শুরু করে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ।