Newtown Tragic Death: নিউটাউনে দাউদাউ করে জ্বলল বাড়ি, বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ ছেলে

Newtown: গতরাতে কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বিভাসের। বুধবার সকালে অনেকটা বেশি সময় পর্যন্ত ঘুমিয়ে পড়েন। যখন ঘুম ভাঙে তখন বেলা প্রায় সাড়ে আটটা। দাউদাউ করে জ্বলছিল বাড়ি। আগুন লাগার আঁচ পেয়েই ঘুম ভাঙে বিভাসের।

Newtown Tragic Death: নিউটাউনে দাউদাউ করে জ্বলল বাড়ি, বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ ছেলে
নিউটাউনে আগুনে পুড়ে খাঁক বাড়িImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 9:10 PM

নিউটাউন: নিউটাউনের শুলংগড়ি কলোনিতে দাউদাউ করে জ্বলল আস্ত বাড়ি। আগুনে পুড়ে মৃত্যু হল বৃদ্ধার। মাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন বৃদ্ধার ছেলে। নিউটাউনের শুলংগড়ি কলোনির ওই বাড়িতে বিভাস মণ্ডল নামে বছর ছাব্বিশের ওই যুবকের সঙ্গে থাকতেন তাঁর বৃদ্ধা মা ভবানী মণ্ডল। গতরাতে কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বিভাসের। বুধবার সকালে অনেকটা বেশি সময় পর্যন্ত ঘুমিয়ে পড়েন। যখন ঘুম ভাঙে তখন বেলা প্রায় সাড়ে আটটা। দাউদাউ করে জ্বলছিল বাড়ি। আগুন লাগার আঁচ পেয়েই ঘুম ভাঙে বিভাসের।

বিভাসের পাশের ঘরেই ছিলেন তাঁর মা। ঘুম ভাঙতেই সঙ্গে সঙ্গে বিভাস ছুটে যান মায়ের ঘরের দিকে। মায়ের শোয়ার ঘর তখন দাউদাউ করে জ্বলছিল। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সেই দরজা ভেঙে মাকে বাঁচাতে ছোটেন বিভাস। ভয়ঙ্করভাবে অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধা ভবানী মণ্ডল (৫৮) ও বিভাস মণ্ডলকে (২৬) উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে বৃদ্ধার এবং রাতেই তাঁর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ে যাচ্ছেন বিভাস।

গোটা বাড়ি পুড়ে খাক হয়ে গিয়েছে। ইটের গাঁথনির বাড়ি। উপরে টালির ছাউনি। গোটা বাড়িটে চলে গিয়েছে আগুনের গ্রাসে। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে সেই বাড়ির আর অবশিষ্ট বলে বিশেষ কিছুই ছিল না। সব পুড়ে ছাই। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।