Calcutta High Court: কাঁথির আরও একটি সমবায়ে কি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট? মামলা হাইকোর্টে
Calcutta High Court: সমবায় নির্বাচনে অশান্তির আশঙ্কা। সেই আশঙ্কায় কাঁথির একটি সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে মামলা কলকাতা হাইকোর্টে।

কলকাতা: মাস তিনেক আগেই কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দেখা গিয়েছিল। পূর্ব মেদিনীপুরের কাঁথির আরও একটি সমবায় নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনী দেখা যাবে? কারণ, কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। শনিবার কাঁথির ওই সমবায়ে নির্বাচন। সেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন স্বপন বেরা নামে এক ব্যক্তি।
এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি দাশগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেন স্বপন বেরার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আবেদনকারীর বক্তব্য, আগামী শনিবার (২৯ মার্চ) ওই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন রয়েছে। সেখানে শাসকদলের সমর্থিত প্রার্থীরা অশান্তি করতে পারে। আদালতে সেই আশঙ্কা জানিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আবেদন জানান স্বপন বেরা।
এই খবরটিও পড়ুন




এর আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে গত বছরের ১৫ ডিসেম্বর ওই সমবায় ব্যাঙ্কে ভোটগ্রহণের দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সিসিটিভি ক্যামেরাও ছিল। কাঁথি সমবায় ব্যাঙ্কে ১০৮টি আসন। সেখানে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জিতেছিলেন ১০১টি আসন। একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী। আর ৬টি আসনে জয়ী হন বিজেপি সমর্থিত প্রার্থীরা।





