AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাতকে হেফাজতে নিতে আজই বাংলায় হিমন্তের পুলিশ

Kolkata: শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাতের বিরুদ্ধেও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। অসমে একটি ধর্মের উপাসনালয় নিতে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পানবাজার সাইবার ক্রাইমে ওয়াজাহাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

Kolkata: শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাতকে হেফাজতে নিতে আজই বাংলায় হিমন্তের পুলিশ
শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাতকে গ্রেফতার করল কলকাতা পুলিশ
| Edited By: | Updated on: Jun 04, 2025 | 4:08 PM
Share

কলকাতা: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাত খানকে নিজেদের হেফাজতে নিতে বাংলায় আসছে অসম পুলিশের একটি দল। সূত্রের খবর, একজন ইন্সপেক্টরের নেতৃত্বে ৩ জন অফিসারের টিম আজ (বুধবার) রওনা দিয়েছে গুয়াহাটি থেকে। কলকাতা পৌঁছে ওয়াজাহাত খানকে নিজেদের হেফাজতে নিতে পদক্ষেপ করবে তারা। এই নিয়ে বাংলা সরকারের কাছ থেকে সহযোগিতা চেয়ে তাঁরা আবেদন করবেন বলে গতকালই জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

পুনের আইনের ছাত্রী শর্মিষ্ঠার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ জানিয়েছিলেন ওয়াজাহাত। গার্ডেনরিচ থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই হরিয়ানার গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করে পুলিশ।

শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাতের বিরুদ্ধেও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে।  বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। অসমে একটি ধর্মের উপাসনালয় নিতে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পানবাজার সাইবার ক্রাইমে ওয়াজাহাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

গতকালই অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওয়াজাহাতকে নিজেদের হেফাজতে নিতে বাংলায় যাবে অসম পুলিশ। এই নিয়ে অসম পুলিশকে সহযোগিতা করতে রাজ্য অনুরোধ জানান তিনি।

অসমের পাশাপাশি বাংলায়ও ওয়াজাহাতের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ওয়াজাহাত পলাতক। এই পরিস্থিতিতে অসম পুলিশের দল কলকাতায় এসে কী পদক্ষেপ করে, সেটাই এখবর দেখার।