তৃণমূলে আরও গুরুত্বপূর্ণ পদে কি অভিষেকের অভিষেক, ৫ জুনের মেগা বৈঠকের আগে জোরাল জল্পনা

এমনিতেই ২০২১-এর চ্যালেঞ্জিং বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর দলের অন্দরে প্রশ্নাতীত প্রশংসনীয় অভিষেকের (Abhishek Banerjee) নেতৃত্ব।

তৃণমূলে আরও গুরুত্বপূর্ণ পদে কি অভিষেকের অভিষেক, ৫ জুনের মেগা বৈঠকের আগে জোরাল জল্পনা
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2021 | 3:58 PM

সৌরভ গুহ: দলীয় সংগঠনে আরও দীর্ঘ হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছায়া। আগামী ৫ জুনের মেগা বৈঠক নিয়ে যখন অধীর আগ্রহে মুখিয়ে আছে তৃণমূল শিবির। ঠিক তখনই শাসক দলের দ্বিতীয় মুখ হিসেবে আরও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা জোরাল হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এমনিতেই ২০২১-এর চ্যালেঞ্জিং বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর দলের অন্দরে প্রশ্নাতীত প্রশংসনীয় অভিষেকের নেতৃত্ব। বিরোধীরা যতই বিষোদগার করুক না কেন, ভোটের ফল প্রকাশের পর তাঁর প্রভাব অস্বীকার করতে পারছেন না কেউই। সর্বভারতীয় প্রেক্ষিতে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ব্যাপক মান্যতা বেড়েছে অভিষেকের। ২০২১-এর বিধানসভা নির্বাচনে সাফল্য এনে দেওয়ার পর এবার সরাসরি দলীয় সংগঠনে প্রভাব বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে অভিষেকের। যুব সভাপতি থেকে দলের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদই শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তাঁকেই দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে দেখতে চাইছে দলের একটা বড় অংশ।

২০২১-এর নির্বাচনে মোদীর বিজয় রথকে রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের বছর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। আর তারপরই প্রতীক্ষিত ২০২৪-এর লোকসভা ভোট। যেখানে মোদীর বিরুদ্ধে বিরোধীদের জোটের মুখ হিসেবে মমতাকেই তুলে ধরতে চায় দেশের বহু রাজনৈতিক দল। এ হেন রাজনৈতিক পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আগামিদিনে জাতীয় রাজনীতিতে ব্যস্ত হলে সংগঠন এবং বাংলার হাল ধরবার জন্য ভরসাযোগ্য মুখ দরকার। এ ক্ষেত্রে অভিষেকের বিকল্প নেই বলেই মানছে তৃণমূল শিবির।

আরও পড়ুন: মেডিক্যালে জীবনদায়ী ওষুধ কেলেঙ্কারি এবার গড়াল আদালতে

অভিষেকও ক্রমশ ভাঙছেন নিজেকে। আরও বিস্তৃত করছেন রাজনৈতিক পরিসর। যুব নেতা, মমতার রাজনৈতিক উত্তরসূরি কিংবা ২০২১-এর জটিল রাজনৈতিক লড়াইয়ে ওয়ার রুম সামলানো সেনাপতিই নন, আরও বেশি করে মানুষের মাঝে থেকে মানুষের নেতা হিসেবে ব্যাপ্তি বাড়াতে চাইছেন। সম্প্রতি ইয়াস বিধ্বস্ত এলাকায় সফরের পর তৃণমূল নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় শুরু করেছেন নতুন ট্রেন্ড, ‘হ্যাশট্যাগ মানুষের পাশে অভিষেক’ (#ManusherPaseAbhishek)।

মানুষের পাশে দাঁড়িয়ে অভিষেকের জনসংযোগ নিয়ে তৈরি হচ্ছে গান, ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার। এসব দেখে আরও জোরাল হচ্ছে জল্পনা, তবে কি শনিবারের মেগা সাংগঠনিক বৈঠকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সফল সেনাপতির পুরস্কার হিসাবে দলে আরও গুরুত্বপূর্ণ পদে অভিষেক হচ্ছে অভিষেকের? সেটাই এখন দলের অন্দরে সবচেয়ে চর্চিত বিষয়।