Abhishek Banerjee on meta: নামের পাশ থেকে তৃণমূল উধাও, মেটাকে আইনি নোটিস পাঠালেন অভিষেক
Abhishek Banerjee on meta: তবে সম্প্রতি অভিষেকের শুভানুধ্য়ায়ীরা দেখেছেন তৃণমূল সাংসদের নামের পাশ থেকে তাঁর দলের নাম অর্থাৎ তৃণমূল উধাও হয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই অভিষেককে খবর দেন তাঁরা। এরপরই পদক্ষেপ করেন অভিষেক।

কলকাতা: ফেসবুকে (Facebook) পরিচয় বিভ্রাটের ‘গেরোয়’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সংস্থাকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদের আইনজীবী। অভিষেকের নামের পাশে নেই তৃণমূল কংগ্রেসের নাম।
মূলত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল ফেসবুক পেজে এই পরিচয় বিভ্রাট দেখা দিয়েছে। তাঁর পেজে সব সময় লেখা থাকে তিনি সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অথবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস। অর্থাৎ যে দলের তিনি সাধারণ সম্পাদক তার নাম উল্লেখ থাকে।
তবে সম্প্রতি অভিষেকের শুভানুধ্য়ায়ীরা দেখেছেন তৃণমূল সাংসদের নামের পাশ থেকে তাঁর দলের নাম অর্থাৎ তৃণমূল উধাও হয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই অভিষেককে খবর দেন তাঁরা। এরপরই পদক্ষেপ করেন অভিষেক। ফেসবুক সংস্থা মেটাকে একটি আইনি নোটিস দেওয়া হয়েছে। অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর পদক্ষেপ না করলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য, রাজনৈতিক নেতা বা হেভিওয়েট কিংবা কোনও সেলেবের ফেসবুক, টুইটার বা এক্স হ্যান্ডেলে যদি কোনও তথ্যের অদলবদল ঘটে তখন তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়। আলোচনা-কানাঘুষো চলে। ফলে অভিষেকের ক্ষেত্রেও এমন ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে।





