AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee summoned: ‘বোঝাই যাচ্ছে কারা ভয় পেয়েছে’, ইডি-র সমন পেয়ে বললেন অভিষেক

Abhishek Banerjee summoned: ৩ অক্টোবর অর্থাৎ যে দিন রাজ্যের দাবি নিয়ে Abhishek Banerjee: দিল্লিতে ধরনা দেওয়ার কথা সে দিনই হাজির হতে বলা হয়েছে তাঁকে। এরপরই সরব হয়েছে তৃণমূল। আরও একবার বিজেপির দিকে আঙুল তুলছে ঘাসফুল শিবির।

Abhishek Banerjee summoned: 'বোঝাই যাচ্ছে কারা ভয় পেয়েছে', ইডি-র সমন পেয়ে বললেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 5:21 PM
Share

কলকাতা: যে দিন ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি বৈঠক ছিল, সে দিন তলব করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অভিষেক দাবি করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এবার ফের তলব। কাকতালীয়ভাবে এমন একটি দিনে তলব করা হয়েছে, যে দিন আবারও দিল্লিতে থাকার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ওই দিন ধরনা দেওয়ার কথা রাজধানীতে। এবার সমন পেয়েও তাই অভিষেক সেই রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্বকেই প্রকট করলেন।

বৃহস্পতিবার সমন পাওয়ার পর এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, তাঁকে আরও একটি নোটিস দেওয়া হয়েছে। ৩ অক্টোবর অর্থাৎ যে দিন রাজ্যের দাবি নিয়ে দিল্লিতে ধরনা দেওয়ার কথা সে দিনই হাজির হতে বলা হয়েছে তাঁকে। এ কথা উল্লেখ করে অভিষেক লিখেছেন, “স্পষ্ট বোঝা যাচ্ছে, কারা বিচলিত, কারা ভয় পেয়েছে।” তবে হাজিরা দেবেন কি না, তা স্পষ্ট করেননি অভিষেক।

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে দাবি করেছেন, তৃণমূলের এই ধরনের যুক্তি শুনতে শুনতে ক্লান্ত সাধারণ মানুষ। তিনি বলেন, অভিষেক তো বহুবার রক্ষাকচবের জন্য আদালতে গিয়েছেন। ওই দিন যদি হাজিরা দিতে আপত্তি থাকে, তাহলে ইডি-কে চিঠি লিখে সে কথা জানান। ওঁর সেই অধিকার আছে। আদালতের দরজাও তো খোলা আছে। সেই সঙ্গে শমীক ভট্টাচার্য মনে করিয়ে দিয়েছেন, আদালত অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার কথা বললেও তদন্ত বন্ধ করার নির্দেশ দেয়নি।