SIR: কলকাতার ‘হটসিট’গুলোতেই বাদ পড়তে পারে হাজার হাজার নাম, নন্দীগ্রামে ১০ হাজারের কিছু বেশি: কমিশন সূত্র

SIR In WB: রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের যে তথ্য কমিশনের কাছে পৌঁছেছে। তবে এই তথ্য আবার পরবর্তীতে আপডেটও হতে পারে। বালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী, খিদিরপুর এলাকায় সবথেকে বেশি এনুমারেশন ফর্ম ফেরত এসেছে।

SIR: কলকাতার হটসিটগুলোতেই বাদ পড়তে পারে হাজার হাজার নাম, নন্দীগ্রামে ১০ হাজারের কিছু বেশি: কমিশন সূত্র
প্রতীকী ছবি

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 12, 2025 | 8:39 PM

কলকাতা: বিধানসভা নির্বাচনে যে কেন্দ্রগুলো মূলত ‘হটসিট’, সেই সমস্ত কেন্দ্রে বাদ যেতে পারে বহু বহু ভোটার। তার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি হল…

  • ভবানীপুরে বাদ যেতে পারে, ৪৪ হাজার ৭৮৫ জনের নাম।
  • কলকাতা বন্দরে বাদ যেতে পারে, ৬৩ হাজার ৭৩০ জনের নাম।
  • চৌরঙ্গীতে বাদ পড়তে পারে ৭৪ হাজারের বেশি নাম।
  • রাসবিহারীতে বাদ পড়তে পারে, ৪২ হাজার ৫১৯ জনের নাম।
  • এন্টালিতে বাদ পড়তে পারে ৪৯ হাজার ৮৪ জনের নাম।
  • বেলঘাটায় বাদ যেতে পারে ৫৬ হাজার ৪৮৭ জনের নাম।
  • নন্দীগ্রামে বাদ যেতে পারে ১০ হাজার ৮৯৯ জনের নাম।
  • বালিগঞ্জে বাদ যেতে পারে ৬৫ হাজার ১৭১ জনের নাম।রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের যে তথ্য কমিশনের কাছে পৌঁছেছে। তবে এই তথ্য আবার পরবর্তীতে আপডেটও হতে পারে। বালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী, খিদিরপুর এলাকায় সবথেকে বেশি এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। বৃহস্পতিবার ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষের পরে ভবানীপুরে প্রায় ৪৫ হাজার লোকের নাম বাদ পড়তে পারে। পাশাপাশি নন্দীগ্রামের মতো জায়গায় ১০ হাজারের বেশি লোকের নাম বাদ পড়তে পারে। উল্লেখ্য, কলকাতাতেই এনুমারেশন ফর্মের ফেরত আসার সংখ্যাটা সবথেকে বেশি।১২টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরুর এক সপ্তাহের মাথায় কমিশন জানিয়েছিল, কাজের নিরিখে এগিয়ে বাংলা। কিন্তু বাংলার অন্দরে এগিয়ে কারা? সোমবার সেই তথ্য তুলে ধরেছেন সিইও মনোজ আগরওয়াল। প্রত্য়েক জেলায় ভাল কাজ হচ্ছে বলেই দাবি তাঁর। তবে জেলাভিত্তিক অঙ্কের নিরিখে এগিয়ে পূর্ব বর্ধমান।রাজ্যে এসআইআর নিয়ে এরই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কমিশন সূত্রে খবর, ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামেই রয়েছে গলদ। বুথ লেভেল অফিসার (বিএলও)-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তার পরেও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে।