Money Recovered : ফের শহরে টাকার পাহাড়, নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি টাকা

Money Recovered : সূত্রের খবর, গত ৪ তারিখে ঘটনার তদন্তে প্রথম নামে পুলিশ। পাকড়াও করা হয় চার ভিন রাজ্যের বাসিন্দাদের।

Money Recovered : ফের শহরে টাকার পাহাড়, নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি টাকা
নিউটাউনে প্রায় ৪ কোটি উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 7:33 PM

কলকাতা : শহরে আবারও টাকার পাহাড়। নিউটাউনে ভুয়ো কল সেন্টারে (Fake call center in Kolkata) পুলিশি হানায় উদ্ধার ৩ কোটি ৯৬ লক্ষ টাকা (Money Recovered in Kolkata)। উদ্ধার হয়েছে ১১টি ঘড়ি। দুটো সোনার আংটি। সূত্রের খবর, গত ৪ তারিখে ঘটনার তদন্তে প্রথম নামে পুলিশ। পাকড়াও করা হয় চার ভিন রাজ্যের বাসিন্দাদের। তাঁরা গুজরাট ও দিল্লিতে থাকেন বলে জানা যাচ্ছে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁদের কাছ ১৩ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনার তদন্ত চলতে চলতেই গত ৬ তারিখে লিলুয়াতে হানা দেয়। সেখানে আরও দুজনকে পাকড়াও করা হয়। তাঁদের কাছে থাকা মোট ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান পায় পুলিশ। 

এই ঘটনার রেশ ধরেই আরও ৩টি জায়গার সন্ধান পায়। খোঁজ মেলে নিউটাউনের এই ভুয়ো কল সেন্টারের। গতকালই সল্টলেকের একটি জায়গায় হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকে বেশ কিছু টাকা এবং নথিপত্র উদ্ধার হয়। উদ্ধার হয় বেশ কিছু কম্পিউটার, ল্যাপটপ। তারপরই এদিন নিউটাউনে হানা। সূত্রের খবর, কল সেন্টারের আড়ালেই চলত অসাধু কাজের চক্র।