AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident In Kolkata: বিধাননগর উড়ালপুলের রেলিং টপকে নীচে পড়লেন যুবক, তবুও একটা কারণেই বাঁচলেন তিনি…

Accident In Kolkata: যে সময়ে দুর্ঘটনাটি ঘটেছিল, রাস্তা ফাঁকা ছিল। সেরকম ভাবে কোনও প্রত্যক্ষদর্শী ছিলেন না। উড়ালপুলের নীচে এক ঝুপড়ি দোকান ছিল।

Accident In Kolkata: বিধাননগর উড়ালপুলের রেলিং টপকে নীচে পড়লেন যুবক, তবুও একটা কারণেই বাঁচলেন তিনি...
বাইক দুর্ঘটনা (ফাইল চিত্র)
| Edited By: | Updated on: Mar 24, 2022 | 7:58 AM
Share

কলকাতা: রাত তখন অনেকটাই। রাস্তা ফাঁকা। তাও আবার উড়ালপুল,নেই কোনও সিগন্যাল। আরও ছুটেছিল গতি। হু হু করে। কিন্তু আচমকাই লাইট পোস্টে ধাক্কা। উড়ালপুল থেকে টপকে খালে পড়লেন স্কুটি আরোহী। ভয়ঙ্কর ঘটনা বিধাননগর উড়ালপুলে (Accident In Kolkata)। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বুধবার রাত সাড়েবল ১২ টা নাগাদ একটি স্কুটার বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে যাচ্ছিল। বেপরোয়া গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোস্টে ধাক্কা মারেন আরোহী। তারপর উড়ালপুল থেকে নীচে খালে পড়ে যান। বিধাননগর ও কলকাতা পুলিশের এলাকার সংযোগস্থলে হওয়ার কারণে দু’দিক থেকেই পুলিশ পৌঁছে যায় এলাকায়। আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এখনও ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেননি। দুর্ঘটনাগ্রস্ত স্কুটির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে।

যে সময়ে দুর্ঘটনাটি ঘটেছিল, রাস্তা ফাঁকা ছিল। সেরকম ভাবে কোনও প্রত্যক্ষদর্শী ছিলেন না। উড়ালপুলের নীচে এক ঝুপড়ি দোকান ছিল। তাঁর কথায়, “হঠাৎ দেখলাম ঝুপ করে কিছু একটা পড়ল। প্রথমটায় কিছু বুঝতেই পারিনি। কেউ ঠেলে ফেলে দিল কাউকে নাকি অন্য কিছু… তারপর দেখি দৌড়ে পুলিশ আসছে। ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। জলে পড়েছিল বলে রক্ষা! তবে ভাবুন তো কতটা জোরে স্কুটার চালাচ্ছিলেন যে রেলিং টপকে পড়লেন!” অবাক পুলিশও।

গতি নিয়ন্ত্রণের জন্য বারবার সচেতন করা হয় নাগরিকদের। তবুও বেপরোয়া গতির বলি হচ্ছেন অনেকেই। রাতের শহরেই ঘটে বেশিরভাগ দুর্ঘটনা। এখনও পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ বিভিন্ন থানায় ওই ব্যক্তির ছবি দিয়ে খোঁজ নিচ্ছে।

আরও পড়ুন: Nadia Firing: হাঁসখালির গুলিবিদ্ধ তৃণমূল নেতার আজ অস্ত্রোপচার, অধরা অভিযুক্তরা

আরও পড়ুন: Jagdeep Dhankhar on Bagtui: ‘রামপুরহাটে যা ঘটেছে, তা গণতন্ত্রের জন্য লজ্জার’, রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুললেন ধনখড়