Mamata Banerjee: রাতারাতি অভিষেকের ‘অধিনায়ক’ পোস্টারের পাশেই ছেয়ে গেল মমতার ‘সর্বাধিনায়িকা’ পোস্টার
Mamata Banerjee: আগামী ২৩ মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্য়াল মিডিয়া সৈনিকরা। আর তার আগেই এই পোস্টার ও পতাকা দেখা যাচ্ছে কলকাতা শহরে।

কলকাতা: অভিষেকের নামে পড়া পোস্টার নিয়ে শুক্রবার দিনভর চলেছে জল্পনা। এদিন দক্ষিণ কলকাতা জুড়ে দেখা যায় একাধিক পোস্টার, যাতে লেখা ‘অধিনায়ক অভিষেক’। শুধু তাই নয়, দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় উড়ছে হলুদ পতাকা, তাতেও লেখা ‘অধিনায়ক অভিষেক’। নীচে তৃণমূল সমর্থক একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম। দিনভর এই নিয়ে চর্চা চলার পর শুক্রবার রাতেই এলাকা ছেয়ে গেল নতুন একটি পোস্টারে। তাতে লেখা ‘সর্বাধিনায়িকা মমতা।’
শুক্রবার রাত ১০টার পর থেকে যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পোস্টার লাগানো শুরু হয়। যেখানে যেখানে অভিষেকের পোস্টার আছে, তার পাশেই লাগানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর ছবি। প্রশ্ন উঠেছে, বিতর্ক মেটাতেই কি মমতার নামে পোস্টারগুলি লাগানো হল?
শুক্রবার অভিষেকের নামে পোস্টার পড়ায় বাড়ে জল্পনা। তবে তৃণমূল বিষয়টাতে বিতর্কের কোনও কারণ দেখছে না। আগামী ২৩ মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্য়াল মিডিয়া সৈনিকরা। আর তার আগেই এই পোস্টার ও পতাকা দেখা গিয়েছে। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানান, ‘সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যতগুলি সমর্থক গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম ফ্যাম (FAM)। অধিনায়ক অভিষেক ওদেরই সংগঠনেরই একটি শাখা। তাই এই পতাকা দেওয়া হয়েছে।’
তবে বিরোধীরা বিষয়টাকে সহজ চোখে দেখছে না। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, “এভাবে দলের অন্তর্দ্বন্দ্ব আরও সামনে এসে যাচ্ছে। প্রশ্ন উঠছে তৃণমূল তুমি কার? অধিনায়কের নাকি সর্বাধিনায়িকার? আর এসবের মাঝে ধাক্কা খাচ্ছে রাজ্যের উন্নয়ন।” বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “যার টাকা আছে, সে একটা করে পোস্টার দিচ্ছে। আসল কাজ না করে পোস্টারের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। পোস্টার না লাগিয়ে যাদবপুরে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনুক।”





