Suvendu Adhikari: ‘অঙ্গ-কলিঙ্গের পর এবার টার্গেট বঙ্গ’, বিহারের ফলে বিধানসভায় লাড্ডু বিলি শুভেন্দুর
Suvendu Adhikari On Bihar Election: শুভেন্দু আরও বলেন, "বিহার-বাংলা, ১৯০৫-এর আগে আমরা এক ছিলাম। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। অঙ্গ হয়ে দিয়েছে, কলিঙ্গ হয়ে গিয়েছে, বাকি আছে বঙ্গ।" এদিন শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা লাড্ডু বিলি করেন, আবির ওড়ান। বিধানসভার বাইরেও বিহারের উচ্ছ্বাসের ছবি রয়েছে।

কলকাতা: বিহারের জয়ে উজ্জীবিত বঙ্গ বিজেপি। এবার টার্গেট বাংলা। অঙ্গ (বিহার), কলিঙ্গ (ওড়িশার) পর এবার বঙ্গ। বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন বিহারে নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে, তখন অন্যদিকে, বাংলায় বিধানসভায় লাড্ডু বিলি করলেন শুভেন্দু। ওড়ালেন আবিরও। শুভেন্দু বললেন, “অপারেশন সিঁদুরের পর প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য মোদীর ওপর আস্থা রেখেছেন, বিহারের নীতীশ কুমারের ওপর আস্থা রেখেছেন। ”
শুভেন্দু আরও বলেন, “বিহার-বাংলা, ১৯০৫-এর আগে আমরা এক ছিলাম। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। অঙ্গ হয়ে দিয়েছে, কলিঙ্গ হয়ে গিয়েছে, বাকি আছে বঙ্গ।” এদিন শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা লাড্ডু বিলি করেন, আবির ওড়ান। বিধানসভার বাইরেও বিহারের উচ্ছ্বাসের ছবি রয়েছে।
শুভেন্দু নির্দেশ দিয়েছেন, বিভিন্ন মণ্ডলেও যেন এই জয়ের উৎসবের মতো পালন করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিহারের ফল বঙ্গ বিজেপিকে অনেকটাই অক্সিজেন জুগিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল একটি অ্যানিমেশন পোস্ট করেছে। বিজেপি ক্ষমতায় এলে, বাংলায় কী হবে, তা তুলে ধরা হয়েছে।
তৃণমূলের বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে, পুজোতেও নজরদারি চলবে, বোনের সঙ্গে রাস্তায় বেরলে, প্রশ্ন তুলবে বিজেপি। ভালবাসাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে। অ্যানিমেশনে এই বিষয়গুলো তুলে ধরেছে রাজ্যের শাসকদল। শুভেন্দুর এই লাড্ডু বিলিকে খোঁচা দিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, “বিহার নির্বাচনের ফলের কোন সম্পর্ক বাংলায় নেই । এখানে লাড্ডু বিলি হচ্ছে কেন ? বাংলায় তৃণমূল আড়াইশোর বেশি আসন নিয়ে জিতবে। বিহার দেখিয়ে যারা বাংলা দখলের কথা বলছেন , তাদের বলি বেল পাকলে কাকের কী?”
