Mamata Banerjee: ন’বছর পর ঢাকার দূতের সঙ্গে সাক্ষাৎ মমতার! আলোচনা হতে পারে রবীন্দ্রনাথের বাড়ি থেকে পুশব্যাক নিয়ে

Mamata Banerjee Meet Bangladesh Ambassador: উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। গোটা সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হয়, সেই ঘটনার ভিডিয়ো।

Mamata Banerjee: নবছর পর ঢাকার দূতের সঙ্গে সাক্ষাৎ মমতার! আলোচনা হতে পারে রবীন্দ্রনাথের বাড়ি থেকে পুশব্যাক নিয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook

| Edited By: Avra Chattopadhyay

Jun 23, 2025 | 3:33 PM

কলকাতা: ন’বছর পর কোনও বাংলাদেশের হাইকমিশনারকে সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকাল ৫টা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন নয়াদিল্লিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা।

সম্প্রতি, সেদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ির পৈতৃক বাড়িতে হওয়া হামলার ঘটনার পর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, ভারতের তরফে সর্বপ্রথম মুখ্যমন্ত্রীই ওই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকি, গত ১২ই জুন সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও লিখেছিলেন তিনি। তারপরেই এই সাক্ষাৎপর্ব।

সূত্রে খবর, এই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসাবেই দেখছে বাংলাদেশ। এমনকি, এপার বাংলার সঙ্গে যে মনমালিন্য তৈরি হয়েছে, তাও মেটাতে চায় তারা। সেই বিষয়টা মাথায় রেখেই বিকাল নাগাদ নবান্নে পৌঁছে যাবেন এম রিয়াজ হামিদুল্লা। রবীন্দ্রনাথের কাছাড়িরবাড়িতে ভাঙচুর নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ‘প্রকৃত তথ্য’ তুলে ধরবেন তিনি। পাশাপাশি, সাম্প্রতিককালে হওয়া পুশব্যাক ইস্যুতেও কথা হতে পারে তাঁদের মধ্যে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। গোটা সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হয়, সেই ঘটনার ভিডিয়ো। দেখা যায়, কাছাড়ি বাড়ির গেট ভেঙে ঢুকে পড়ছে তারা। ভাঙচুর চালিয়েছে বাড়ির অন্দরেও। অভিযোগ ওঠে, সাম্প্রদায়িক হিংসা ও মৌলবাদের শিকার বিশ্বকবির শেষ নির্দশন

তবে পরবর্তীতে বাংলাদেশের প্রশাসন দাবি করে এই ঘটনার সঙ্গে মৌলবাদের কোনও সম্পর্ক নেই। বরং, দুই গোষ্ঠীর বচসার জেরেই অশান্তির ঘটনাটি ঘটে। তবে এই হামলার পরে আন্তর্জাতিক মহলে চোট পায় ইউনূসের প্রশাসনের ভাবমূর্তি। সেই সময় গোটা ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী মোদীর কাছে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার বিরুদ্ধে সরব হয় বিদেশমন্ত্রক। দাবি জানায় তদন্তের। তারপরই প্রথমে ২ জন পরে আরও ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ।