Rajeev Kumar: আবারও রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার
Rajeev kumar: ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার। কেরিয়ারের একেবারে শুরুতে দক্ষ অফিসার হিসাবে প্রশংসিত হন তিনি। একসময় এসটিএফ-এর শীর্ষ পদে ছিলেন। বিধাননগরের পুলিশ কমিশনার পদও সামলেছেন। ২০১৬ সালে কলকাতার পুলিশ কমিশনার হিসাবে যোগ দেন।
কলকাতা: ফের রাজ্য পুলিশের ডিজি হলেন রাজীব কুমার। লোকসভা নির্বাচনের আগেই এই পদ থেকে তাঁকে সরানো হয়েছিল। আবারও ফিরলেন সেই পদেই। সঞ্জয় মুখোপাধ্যায়কে সরানো হয়েছে ডিজি দমকল পদে। ভোটের আগে সন্দেশখালি ইস্যুতে যখন রাজ্য উত্তাল, সে সময় ডিজি পদে ছিলেন রাজীব কুমারই। উত্তাল সন্দেশখালি কড়া হাতে সামাল দিয়েছিলেন তিনি। তবে সেই পদ থেকে সরতে হয়। রাজীব কুমারকে তথ্য-প্রযুক্তি দফতর সচিব পদে বসানো হয়।
১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার। কেরিয়ারের একেবারে শুরুতে দক্ষ অফিসার হিসাবে প্রশংসিত হন তিনি। একসময় এসটিএফ-এর শীর্ষ পদে ছিলেন। বিধাননগরের পুলিশ কমিশনার পদও সামলেছেন। ২০১৬ সালে কলকাতার পুলিশ কমিশনার হিসাবে যোগ দেন। খাদিম কর্তা অপহরণ মামলা কিংবা কলকাতায় আমেরিকান সেন্টারে হামলার মতো ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই আইপিএস। আবার খাগড়াগড় বিস্ফোরণ মামলায় প্রথম গ্রেফতার হয়েছিল রাজীব কুমারের হাত ধরে।
কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন রাজীব কুমার। সে সময় জোরাল বিতর্কের মুখে পড়তে হয়েছিল এই দুঁদে আইপিএসকে। ২০১৯ সালের ঘটনা। রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কলকাতার তৎকালীন নগরপালের নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকতে দেয়নি তদন্তকারীদের। তবে এই ঘটনায় অত্যন্ত বিরক্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিবাদে ধরনায় বসেছিলেন তিনি। আবারও রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হল তাঁকে।