AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জোড়া মন্ত্রীর চেষ্টার সুফল, আপাতত তৃণমূলেই থাকছেন দমদমের কেটি

তৃণমূলের পক্ষ থেকে অতি তৎপরতার সঙ্গে মানভঞ্জনের চেষ্টা করা হয়। একের পর এক রাজ্যের মন্ত্রী গিয়ে কথা বলেন তাঁর সঙ্গে। সম্ভাবনা জোরাল হলেও শেষ পর্যন্ত এ দিন আর বিজেপিতে যোগ দেননি দমদমের কেটি।

জোড়া মন্ত্রীর চেষ্টার সুফল, আপাতত তৃণমূলেই থাকছেন দমদমের কেটি
নিজস্ব চিত্র
| Updated on: Mar 10, 2021 | 9:03 PM
Share

উত্তর ২৪ পরগনা: এলাকার দাপুটে তৃণমূল (TMC) নেতা, এবং দক্ষিণ দমদমের কাউন্সিলর প্রবীর পাল (কেটি) নাকি বিজেপিতে (BJP) যোগ দেবেন! সকাল থেকেই এই নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে দমদমে। সেই জল্পনা যে নেহাত গুজব নয় তা টের পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই। তৃণমূলের পক্ষ থেকে অতি তৎপরতার সঙ্গে মানভঞ্জনের চেষ্টা করা হয়। একের পর এক রাজ্যের মন্ত্রী গিয়ে কথা বলেন তাঁর সঙ্গে। সম্ভাবনা জোরাল হলেও শেষ পর্যন্ত এ দিন আর বিজেপিতে যোগ দেননি দমদমের কেটি।

দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন সিআইপি সদস্য ও বর্তমানে তৃণমূলের কো-অর্ডিনেটর প্রবীর পাল দক্ষ সংগঠক হিসেবে পরিচিত এলাকায়। তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা বৃদ্ধি পেতেই মনোমালিন্য দূর করতে নেমে পড়েছিলেন মন্ত্রী তথা দমদমের বিধায়ক ও প্রার্থী ব্রাত্য বসু। কিন্তু তাঁর কথায় বরফ না গলেনি। শেষ পর্যন্ত মাঠে নামতে হয় বিধাননগরের বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু।

বিশ্বস্ত সূত্র মারফত খবর, সুজিত বসু পৌঁছনর পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেটি-র কথা বলানোর ব্যবস্থা করেন। শেষ অবধি অভিষেকের মধ্যস্থতায় আপাতত তিনি তৃণমূলেই থাকবেন বলে জানিয়েছেন। আরও খবর, নিজের সমস্ত ক্ষোভ-বিক্ষোভের বিষয়টি তিনি উগরে দেন তৃণমূল নেতৃত্বের কাছে। যদিও তৃণমূলে থাকলেও বেশ কিছু শর্ত তিনি দিয়েছেন বলে খবর।

আরও পড়ুন: বাড়িতে গিয়েও বোঝাতে পারলেন না ব্রাত্য, সম্ভবত বুধবারই বিজেপিতে কাউন্সিলর প্রবীর পাল

মঙ্গলবার প্রায় ৪০ মিনিটের বৈঠক প্রবীর পালের সঙ্গে বৈঠক করেন সুজিত বসু। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা বিধানসভায় একসঙ্গে লড়াই করব। কেটি তৃণমূলে থাকছেন জানার পরই দমদমের প্রবীর পালের সমর্থনে তাঁর অনুগামীরা তৃণমূলের পতাকা হাতে নিয়ে সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন।

আরও পড়ুন: ষড়যন্ত্রের অভিযোগ তুললেন গুরুতর জখম মমতা, জবাব দিল বিজেপি