SIR শুনানির মাঝেই বাংলায় আসছেন অমিত শাহ, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কোন প্ল্যান স্বরাষ্ট্রমন্ত্রীর?

| Edited By: জয়দীপ দাস

Dec 28, 2025 | 4:26 PM

Amit Shah in Bengal: ২৯ তারিখ সন্ধ্যা ৭টা বেজে ৪৫ মিনিট থেকে সল্টলেকে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এ ছাড়াও অন্য একটি বৈঠক করবেন নির্বাচন কমিটির সঙ্গেও। মঙ্গলবার ৩০ তারিখ দুপুর ২টো থেকে সাংবাদিক বৈঠকও করবেন তিনি। পরবর্তীতে তিনি দলের বাছাই করা নেতৃত্বের সঙ্গেও বৈঠকেও করবেন।

কলকাতা: শুধু যে তৃণমূল কংগ্রেসেই ভোটের রূপরেখা সাজাচ্ছে এমনটা নয়। পুরোদমে মাঠে নেমে পড়েছে বিজেপি। রাত পোহালেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকও করার কথা রয়েছে তাঁর। ২৯ তারিখ সন্ধ্যা ৭টা বেজে ৪৫ মিনিট থেকে সল্টলেকে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এ ছাড়াও অন্য একটি বৈঠক করবেন নির্বাচন কমিটির সঙ্গেও। মঙ্গলবার ৩০ তারিখ দুপুর ২টো থেকে সাংবাদিক বৈঠকও করবেন তিনি। পরবর্তীতে তিনি দলের বাছাই করা নেতৃত্বের সঙ্গেও বৈঠকেও করবেন। যাবেন আরএসএসের সঙ্গেও।