Amit Shah: বঙ্গ সফরে অমিত শাহ, আজ কাদের সঙ্গে বৈঠকে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী?

| Edited By: জয়দীপ দাস

Dec 31, 2025 | 4:34 PM

Amit Shah in Bengal: দুপুরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সম্মেলনে যোগ দেবেন শাহ। বিকালে ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে শহর ছাড়বেন তিনি। মঙ্গলবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে বসতে দেখা গিয়েছিল অমিত শাহকে। ওই বৈঠকে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ছাড়াও বাংলায় দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।

কলকাতা: বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনই বৈঠক করছেন দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে। দুপুরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সম্মেলনে যোগ দেবেন শাহ। বিকালে ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে শহর ছাড়বেন তিনি। মঙ্গলবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে বসতে দেখা গিয়েছিল অমিত শাহকে। ওই বৈঠকে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ছাড়াও বাংলায় দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। অন্যদিকে এদিন সকালের বৈঠকে আবার ডাক পেলেন দিলীপ ঘোষ। তিনিও যোগ দিলেন সল্টলেকের বৈঠকে। 

Published on: Dec 31, 2025 12:50 PM