কলকাতা: বাঘাযতীনের বহুতল বিপর্যয় নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চলছেই। এদিনই বকখালি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রোমোটারকে। শহরের বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বহুতল নিয়ে শাসকদলকে কাঠগড়ায় তুলতে শুরু করেছে বিরোধীরা। এরইমধ্যে এবার বিরোধীদের নিশানায় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সন্তোষপুরের হাতিবাড়ি। বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি নেতা সজল ঘোষ। ওই বাড়ি বেআইনি, দাবি সজলের।
সজলের দাবি, প্রথমে একটি দোতলা বাড়ি কেনেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। কিছু সময়ের মধ্যে ওই দোতলা বাড়ি হয়ে যায় ৫ তলা। সজলের অভিযোগ, হাতিবাড়ির নেপথ্যে রয়েছে বেআইনি নির্মাণ। বাড়ি ভাঙার অর্ডার হলেও পরে লিগ্যাল করে দেওয়া হয়! সজল বলছেন, “অনন্যার নিজের নামেই রয়েছে ওই বাড়ি। দোতলা বাড়িটাই কোনওরকম লিগাল পেপার্স ছাড়া পরবর্তীকালে ৫ তলা হয়ে যায়। পরে পিছনের জমিটাও কেনেন। কয়েকটা এমআইসি মিটিংয়ের আগে এই বাড়িটাকে লিগ্যাল হিসাবে দেখিয়ে দেওয়া হয়।”
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই এই বাড়ি নিয়ে সন্তোষপুর, যাদবপুর, অজনগর চত্বরে মানুষের কৌতূহলের অন্ত ছিল না। প্রাসাদোপম সেই বাড়ির সামনে বসেছে কংক্রিটের তৈরি বিশালাকার হাতির মুখ। সামনের বাকি নকশাও একেবারে চোখ ধাঁধানো। কিন্তু, কার বাড়ি কে করছে, কারা করছে তা নিয়ে চাপানউতোর ছিলই। এবার সেই বাড়ি নিয়েই বিস্ফোরক অভিযোগ বিজেপির। যদিও অনন্যা বিরোধীদের মন্তব্যে খুব একটা কান দিতে নারাজ। তাঁর সাফ কথা, “বাড়ির কাজগপত্র সবই বৈধ। কে কোথায় কী বলছেন সেদিকে অতো কান দিলে হবে না।”
কলকাতা: বাঘাযতীনের বহুতল বিপর্যয় নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চলছেই। এদিনই বকখালি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রোমোটারকে। শহরের বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বহুতল নিয়ে শাসকদলকে কাঠগড়ায় তুলতে শুরু করেছে বিরোধীরা। এরইমধ্যে এবার বিরোধীদের নিশানায় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সন্তোষপুরের হাতিবাড়ি। বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি নেতা সজল ঘোষ। ওই বাড়ি বেআইনি, দাবি সজলের।
সজলের দাবি, প্রথমে একটি দোতলা বাড়ি কেনেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। কিছু সময়ের মধ্যে ওই দোতলা বাড়ি হয়ে যায় ৫ তলা। সজলের অভিযোগ, হাতিবাড়ির নেপথ্যে রয়েছে বেআইনি নির্মাণ। বাড়ি ভাঙার অর্ডার হলেও পরে লিগ্যাল করে দেওয়া হয়! সজল বলছেন, “অনন্যার নিজের নামেই রয়েছে ওই বাড়ি। দোতলা বাড়িটাই কোনওরকম লিগাল পেপার্স ছাড়া পরবর্তীকালে ৫ তলা হয়ে যায়। পরে পিছনের জমিটাও কেনেন। কয়েকটা এমআইসি মিটিংয়ের আগে এই বাড়িটাকে লিগ্যাল হিসাবে দেখিয়ে দেওয়া হয়।”
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই এই বাড়ি নিয়ে সন্তোষপুর, যাদবপুর, অজনগর চত্বরে মানুষের কৌতূহলের অন্ত ছিল না। প্রাসাদোপম সেই বাড়ির সামনে বসেছে কংক্রিটের তৈরি বিশালাকার হাতির মুখ। সামনের বাকি নকশাও একেবারে চোখ ধাঁধানো। কিন্তু, কার বাড়ি কে করছে, কারা করছে তা নিয়ে চাপানউতোর ছিলই। এবার সেই বাড়ি নিয়েই বিস্ফোরক অভিযোগ বিজেপির। যদিও অনন্যা বিরোধীদের মন্তব্যে খুব একটা কান দিতে নারাজ। তাঁর সাফ কথা, “বাড়ির কাজগপত্র সবই বৈধ। কে কোথায় কী বলছেন সেদিকে অতো কান দিলে হবে না।”