Primary Recruitment: ২০২২ সালের প্রাথমিকের নিয়োগে ফের মামলা কলকাতা হাইকোর্টে
Primary Recruitment: ২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু, সেখানে কাদের অংশগ্রহণ কতটা বৈধ তা নিয়ে ওঠে প্রশ্ন। ওই সময় জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কলকাতা: ২০২২ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। মামলা করলেন D.El.Ed পাশ করা শতাধিক চাকরিপ্রার্থী। এরা প্রত্যেকেই ন্যাশনাল স্কুলিং অফ ওপেন স্কুলিং থেকে স্নাতক হয়েছেন। তাঁদের দাবি, তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তির কারণেই এই জটিলতা। মামলাকারীদের দাবি, ৩০ মে প্রাথমিক শিক্ষা পর্ষদ নথি যাচাইয়ের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টে মামলাকারীদের নাম আছে। বলা হচ্ছে তাঁরাই শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। আগামী ৯ জুন থেকে শুরু নথি যাচাই।
প্রসঙ্গত, ২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু, সেখানে কাদের অংশগ্রহণ কতটা বৈধ তা নিয়ে ওঠে প্রশ্ন। ওই সময় জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে যাঁরা ডিএলএড কোর্সে প্রশিক্ষণ নিচ্ছিলেন তাঁরা আবেদন করতে পারবেন। তবে কোর্স শেষ করতেই হবে। এদিকে সেই সময় যাঁদের ডিএলএড ছিল না তাঁদের মধ্যে ১০০ জনের মতো সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। পরবর্তীতে National Institute of Open Schooling থেকে ডিএলএড শুরু করেন। শেষ সুপ্রিম কোর্ট তাঁদেরও নিয়োগে অংশ নেওয়ায় গ্রিন সিগন্যাল দেয়।
এখন কলকাতা হাইকোর্টের মামলাকারীদের দাবি, পর্ষদ ৩০ মে যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলাকারীরাই আবেদন করতে পারবেন। তা মানতে নারাজ কলকাতা হাইকোর্টে আবেদনকারীরা। মামলা করেছেন প্রায় ৫০০-র বেশি চাকরিপ্রার্থী। তাঁদের আরও দাবি, পর্ষদের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হলে Open Schooling থেকে D.El.Ed পাশ করা প্রত্যেক চাকরি প্রার্থীর নথি যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। সূত্রের খবর, আগামী ৫ জুন এই মামলার শুনানি হতে পারে।





