AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: মুর্শিদাবাদের হিংসায় NIA তদন্ত চেয়ে জোড়া মামলা হাইকোর্টে

Calcutta High Court: মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং আইনজীবী সংযুক্তা সামন্ত। এনআইএ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান তাঁরা।

Calcutta High Court: মুর্শিদাবাদের হিংসায় NIA তদন্ত চেয়ে জোড়া মামলা হাইকোর্টে
মুর্শিদাবাদের হিংসায় এনআইএ তদন্তের দাবি নিয়ে কী বলল হাইকোর্ট?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2025 | 12:50 PM

কলকাতা: মুর্শিদাবাদে হিংসার ঘটনায় NIA তদন্ত চেয়ে জোড়া আবেদন হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা হয়েছে। আবার হিংসায় আক্রান্তরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি রিট পিটিশন দাখিল করেছেন। দুটি আবেদনেরই শুনানি আগামিকাল হওয়ার সম্ভাবনা।

ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা। তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনেকে ঘরছাড়া। ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে ময়দানে নামে বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এলাকায় রয়েছে আধাসেনাও। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। এখনও পর্যন্ত ২২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং আইনজীবী সংযুক্তা সামন্ত। এনআইএ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান তাঁরা। তাঁদের আরও বক্তব্য, মুর্শিদাবাদে ৩০০ পরিবার ঘরছাড়া। তাদের ঘরে ফেরাতে ব্যবস্থার জন্য নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়। মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এই খবরটিও পড়ুন

আবার মুর্শিদাবাদে একাধিক আক্রান্ত পরিবারের সদস্যরা এনআইএ তদন্তের দাবি জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেছেন এদিন। সুতি, ধুলিয়ান, সামসেরগঞ্জ-সহ একাধিক এলাকার বেশ কয়েকজন বাসিন্দা মামলা করেছেন। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়ে তাঁদের বক্তব্য, পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এসপিকে ইমেল করেও কোনও জবাব পাওয়া যায়নি। তাই এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল এই মামলারও শুনানির সম্ভাবনা রয়েছে।