AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivek Agnihotri: ‘ওরা সিনেমার বিরুদ্ধে, নাকি পরিচালক, নাকি সত্যির বিরুদ্ধে?’ ফের গর্জে উঠলেন বিবেক অগ্নিহোত্রী

Vivek Agnihotri: টিজার লঞ্চের পর থেকেই বারবার বিতর্ক হয়েছে এই ছবি নিয়ে। লিখেছেন বিবেক নিজেই। প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল, পল্লবী যোশী। অভিনয় করছেন, বিজেপি নেতা তথা বিখ্যাত বলিউডি অভিনেতা মিঠুন চক্রবর্তী।

Vivek Agnihotri: ‘ওরা সিনেমার বিরুদ্ধে, নাকি পরিচালক, নাকি সত্যির বিরুদ্ধে?’ ফের গর্জে উঠলেন বিবেক অগ্নিহোত্রী
কী বলছেন বিবেক? Image Credit: Instagram
| Edited By: | Updated on: Aug 05, 2025 | 8:40 PM
Share

কলকাতা: বহরমপুর থেকে মুর্শিদাবাদ, ‘বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই ছবির পরিচালকের বিরুদ্ধে বাংলার নানা প্রান্তে দায়ের হয়েছে এফআইআর। তা খারিজের জন্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিবেক অগ্নিহোত্রী। সেই বিবেকই ফের একবার ছবি নিয়ে গর্জে উঠলেন। গর্জে উঠলেন বাংলার বর্তমান সরকারের বিরুদ্ধে। তৃণমূলের উদ্দেশে তোপ দেগে বললেন, কেউ আমাকে চুপ করাতে পারবে না। এরপরই কলকাতায় ট্রেলার লঞ্চের কথা বলে বললেন, ‘সত্যি সামনে এসে যাওয়ার ভয় পাচ্ছে ওরা। কিন্তু আপনি কোনওভাবেই সত্যি চাপা দিতে পারবেন না।’ 

টিজার লঞ্চের পর থেকেই বারবার বিতর্ক হয়েছে এই ছবি নিয়ে। লিখেছেন বিবেক নিজেই। প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল, পল্লবী যোশী। অভিনয় করছেন, বিজেপি নেতা তথা বিখ্যাত বলিউডি অভিনেতা মিঠুন চক্রবর্তী। আছেন পল্লবী যোশী, অনুপম খেড়, দর্শন কুমারের মতো অভিনেতারা। পরপর এফআইআর নিয়ে বিবেকের প্রশ্ন, ‘তাঁরা কি সিনেমার বিরুদ্ধে, নাকি পরিচালকের বিরুদ্ধে, নাকি সত্যির বিরুদ্ধে?’ 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে বিবেকের একটি ভিডিয়োও সামনে এসেছে। সেখানেও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন, “হিন্দু গণহত্যা নিয়ে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সিনেমা। আমাদের ইতিহাসের অনেক কালো অধ্যায়ের প্রসঙ্গের অবতারণা হয়েছে এখানে। দীর্ঘদিন থেকেই কিছু স্বার্থসিদ্ধির কারণে তা চাপা পড়েছিল।” এদিকে বিবেকের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল পরিচালিত ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুন্ডু। তাঁর অভিযোগ, এই ছবিতে হেট স্পিচ ও হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে। যেভাবে ঘৃণ্য ভাষার প্রয়োগ হচ্ছে তাতে সনাতন ভাবধারা-ধর্মকে আঘাত করবে বলেই মত তাঁর।