কলকাতা: নির্বাচন আসন্ন। সব দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দফায় দফায় সভা করছেন তৃণমূল সুপ্রিমো। এরই মধ্যে নবান্নে হাজির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ নবান্নে যান অর্জুন সিং। প্রায় ১ ঘণ্টা সেখানে ছিলেন তিনি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হয় তাঁর। লোকসভা ভোটের আগে সাংসদ এই নবান্নে উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, নির্বাচন সংক্রান্ত আলোচনার পাশাপাশি, দলীয় কোন্দল নিয়েও মমতার সঙ্গে কথা হয়েছে অর্জুনের।
গত বছর বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন অর্জুন সিং। জয়ী হয়ে ব্যারাকপুরের সাংসদ হন তিনি। পরে ফের তৃণমূলে ফেরেন অর্জুন। তবে সম্প্রতি দলেরই বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্য়ে এসেছে তাঁর। দুজনেই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এই নিয়েও এদিন মমতার সঙ্গে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ব্যারাকপুর থেকে অর্জুন যাতে লোকসভা ভোটে লড়তে না পারেন, তার জন্য উদ্যোগী হয়েছেন সোমনাথ শ্যাম। তিনি এই মর্মে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন বলেও সূত্রের খবর। সাদা কাগজে জোর করে সই করিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই আবহে দলনেত্রী কী করবেন, সেটাই দেখার।
এই ইস্যুতে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “তৃণমূলে এখন দলীয় কোন্দল নিয়ে। নিজেদের মধ্যেই মারামারি চলছে। অর্জুন সিং আসল শ্যামের কাছে যাবেন নাকি নকল শ্যামের কাছে থাকবেন সেটা ওঁর ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় তো অর্জুন সিং-কে ভাটপাড়ার বাইরে বেরতেই দেয়নি।”