Arpita Mukherjee: LIC পেপারে পার্থকে ‘আঙ্কেল’ কেন লিখেছিলেন? উত্তরে অর্পিতা বললেন….

Arpita Mukherjee: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ইডি মামলায় বুধবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিতে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই অর্পিতা জানান, এখনও অবধি পার্থর সঙ্গে কোনও কথা হয়নি তাঁর। আজ অর্পিতা কোর্টে অ্যাকাউন্ট খোলার আবেদন করেন। সেই নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আমার একটি অ‍্যাকাউন্ট ২০০২ সাল থেকে আছে। সেই অ‍্যাকাউন্ট খোলার জন‍্য কোর্টের কাছে জানিয়েছি। দেখা যাক কী হয়। ৮ তারিখে শুনানি হবে।"

Arpita Mukherjee: LIC পেপারে পার্থকে আঙ্কেল কেন লিখেছিলেন? উত্তরে অর্পিতা বললেন....
অর্পিতা মুখোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 26, 2025 | 7:32 PM

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁর বাড়ি থেকে কাঁড়ি-কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল। বর্তমানে জেলের বাইরে রয়েছেন পার্থ-অর্পিতা দু’জনই। তবে অর্পিতা জানিয়েছেন, জেল থেকে বেরনোর পর পার্থর সঙ্গে তাঁর এখনও কোনও কথা হয়নি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ইডি মামলায় বুধবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিতে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই অর্পিতা জানান, এখনও অবধি পার্থর সঙ্গে কোনও কথা হয়নি তাঁর। আজ অর্পিতা কোর্টে অ্যাকাউন্ট খোলার আবেদন করেন। সেই নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “আমার একটি অ‍্যাকাউন্ট ২০০২ সাল থেকে আছে। সেই অ‍্যাকাউন্ট খোলার জন‍্য কোর্টের কাছে জানিয়েছি। দেখা যাক কী হয়। ৮ তারিখে শুনানি হবে।” তিনি আরও বলেন, “অ্যাকাউন্টটা ২০০২ সাল থেকে রয়েছে। তাঁর সঙ্গে নিয়োগের সম্পর্ক নেই। তখন তো আমি কেরিয়ার শুরু করেছি। সেই অ‍্যাকাউন্টও আটকে দিয়েছে। তা খোলার জন‍্য আবেদন করা হয়েছে।”

এরপর ইডির বাজেয়াপ্ত নথির মধ‍্যে এলআইসির পেপারে পার্থকে ‘আঙ্কেল’ লেখা নিয়ে প্রশ্ন করা তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন। বলেছেন, “এই প্রসঙ্গে প্লিজ কোনও প্রশ্ন করবেন না।” বস্তুত, পার্থ চট্টোপাধ্যায় যখন জেলবন্দি ছিলেন সেই সময় কলকাতা হাইকোর্ট একবার তাঁর জামিন সংক্রান্ত মামলায় জানতে চায় পার্থ-অর্পিতার সম্পর্ক। সেই সময় অর্পিতার আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, অর্পিতা এলাইসিতে পার্থকে ‘আঙ্কেল’ বলে উল্লেখ করেছেন।

এখানে উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় যেদিন জেল থেকে বের হন, তারপরের দিনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্পিতার কথা বলেন। তিনি বলেছিলেন, “যাঁর বৌ আছে…তার দুটো থাকতে পারে। আর আমার বৌ নেই একটা বান্ধবী থাকতে পারে না? আমি সদর্পে বলছি।” তবে পার্থ মুখে অর্পিতার কথা বললেও আর কিন্তু অর্পিতা কোনও রা কাটেননি।