Messi in Kolkata: যুবভারতীতে ২০ টাকার জল বিক্রি হল ২০০ টাকায়, এই ভদ্রলোককে চেনেন?
Yuva Bharati Stadium: ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রির অভিযোগ। অভিযোগ, ১০ টাকার চিপসের প্যাকেট বিক্রি হয়েছে ১৫০ টাকায়। সঙ্গে ৫০ টাকার পপর্কন বিক্রি হয়েছে ১৫০ টাকায়। তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোরদার চর্চা। ভাইরালও হয়েছে একাধিক ভিডিয়ো।
কলকাতা: হাজার হাজার টাকার টিকিট কেটেও অধরা মেসি-দর্শন। দর্শকদের ক্ষোভের আগুনে তছনছ হয়েছে যুবভারতী স্টেডিয়াম। এরইমধ্যে ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রির অভিযোগ। অভিযোগ, ১০ টাকার চিপসের প্যাকেট বিক্রি হয়েছে ১৫০ টাকায়। সঙ্গে ৫০ টাকার পপর্কন বিক্রি হয়েছে ১৫০ টাকায়। তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোরদার চর্চা। ভাইরালও হয়েছে একাধিক ভিডিয়ো। রাজনৈতিক মহলেও চলছে জোরদার তরজা। অব্যবস্থা নিয়ে উঠছে লাগাতার প্রশ্ন। ইতিমধ্যেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।

