Suvendu Adhikari: যুবভারতী-কাণ্ডে পয়েন্ট করে করে FIR নিয়ে বড় কথা শুভেন্দুর!
Messi in Kolkata: এরইমধ্যে যুবভারতী-কাণ্ডে পয়েন্ট করে করে FIR নিয়ে বড় কথা বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়েও সমলোচনায় সরব হলেন। শুরুতেই অরূপ বিশ্বাস, মেসির একসঙ্গে একটি ছবি দেখান। সঙ্গে তুলে ধরেন আরও একাধিক ছবি।
কলকাতা: যুবভারতী-কাণ্ডে তোলপাড় চলছেই। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত শতদ্রু দত্তকে। রাজনৈতিক মহলেও চলছে বিস্তর চর্চা। তৃণমূলের বিরুদ্ধে তোপদেগেই চলেছে বিরোধীরা। এরইমধ্যে যুবভারতী-কাণ্ডে পয়েন্ট করে করে FIR নিয়ে বড় কথা বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়েও সমলোচনায় সরব হলেন। শুরুতেই অরূপ বিশ্বাস, মেসির একসঙ্গে একটি ছবি দেখান। একইসঙ্গে একাধিক নেতা-মন্ত্রীদের পরিবারের সদস্য, আত্মীয়-পরিজনদের সঙ্গেও মেসির ছবি দেখান। ছবি দেখান মন্ত্রী সুজিত বসুর সঙ্গেও। দাগেন তোপের পর তোপ।
Published on: Dec 14, 2025 04:54 PM
Latest Videos

