Messi in Kolkata: মেসিকে দেখতে না পেয়ে টিকিটের দাম ফেরত পাওয়ার দিকে আরও এক ধাপ এগোলেন দর্শকরা, কী নির্দেশ?
Messi in Kolkata: তবে কীভাবে দর্শকদের তাঁদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি। ঘটনার পর সাংবাদিক বৈঠকে বসে রাজীব কুমার বলেন, “যা টিকিট বিক্রি হয়েছে, সেই টাকা ফেরত দেওয়া উচিত। মেসিকে কেউ দেখতে পাননি।”

কলকাতা: মেসি ইভেন্টের অনলাইনে টিকিট বিক্রির টাকা না ছাড়ার নির্দেশ। শতদ্রুর সংস্থাকে যাতে অনলাইনে টিকিট বিক্রির টাকা না দেওয়া হয়, অনলাইন সংস্থাকে নির্দেশ দিল বিধাননগর পুলিশ। দর্শকরা যখন মেসিকে দেখতে পাননি, তখন তাঁদেরই একাংশ টাকা রিফান্ডের দাবি করেন। এবার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। মূলত ‘জোমাটো’ সংস্থা দায়িত্বে ছিল অনলাইনে টিকিট বিক্রির। তাদের চিঠি দিল বিধাননগর পুলিশ। তারা টিকির বিক্রির কোনও টাকা শতদ্রু দত্তের সংস্থায় না পাঠায়। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, ওই সংস্থাটি কতগুলি টিকিট অনলাইনে বিক্রি করেছে। কোন কোন ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছে, কোনও টিকিট আনসোল্ড ছিল কিনা। অর্থাৎ দর্শকরা তাঁদের টাকা ফেরত পাওয়ার দিকে এক ধাপ এগোলেন।
তবে কীভাবে দর্শকদের তাঁদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি। ঘটনার পর সাংবাদিক বৈঠকে বসে রাজীব কুমার বলেন, “যা টিকিট বিক্রি হয়েছে, সেই টাকা ফেরত দেওয়া উচিত। মেসিকে কেউ দেখতে পাননি।”
রাজীব কুমার আরও বলেন, “টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোক্তারা যদি সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। আমরা ইতিমধ্যেই মূল উদ্যোক্তাকে আটক করেছি। এই বিশৃঙ্খলা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ ছাড় পাবে না।” তবে স্টেডিয়ামে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ। এডিডি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, প্রত্যেকে নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন। ট্রাফিকের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
