Murshidabad: বুকে ঢুকে গেল লোহার রড, মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
West Bengal: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের মহিষমারা- ঘোড়ামারা এলাকার বাসিন্দা রবিউল শেখ। তিনি প্রায় চার মাস আগে বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। প্রতিদিনের মতো রবিবারও কাজে যোগ দেয় রবিউল।

মুর্শিদাবাদ: দুটো টাকা অতিরিক্ত রোজগারের আশায় গিয়েছিলেন বেঙ্গালুরুতে। গর্ভবতী স্ত্রীকে রেখেই পাইপলাইনের কাজে গিয়েছিলেন তিনি। তবে দুর্ঘটনা প্রাণ কাড়ল পরিযায়ী শ্রমিকের। কর্ণাটকের বেঙ্গালুরু ঙ্গালোর শহরের হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের মহিষমারা- ঘোড়ামারা এলাকার বাসিন্দা রবিউল শেখ। তিনি প্রায় চার মাস আগে বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। প্রতিদিনের মতো রবিবারও কাজে যোগ দেয় রবিউল। কাজ চলাকালীনই অসাবধানতাবশত হঠাৎ তাঁর বুকে রড ঢুকে যায় বলে দাবি পরিবারের। রবিউলের অন্যান্য সঙ্গীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
রবিবার সকালে মৃত্যুর খবর এসে পৌঁছয় তাঁর গ্রামের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছেন রবিউলের সন্তান সম্ভাবনা স্ত্রী ও পরিবারের লোকজন। বেঙ্গালুরু থেকে মৃতদেহ নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে প্রতিবেশীরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “২৪ ঘণ্টার ডিউটি তো ওর। রাত আটটা পর্যন্ত কথাও হয়েছে। কথা বলার কিছুক্ষণ পরই এমন ঘটনা ঘটেছে। বুকে ঢুকে গিয়েছে লোহার রড।” এখানে উল্লেখ্য়, এর আগেও ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হয়েছিল এক পরিযায়ী শ্রমিকের। এমনকী, তাদের হেনস্থা করারও অভিযোগ ওঠে বাংলাদেশি বলে। তবে এবার আর সেই ঘটনা নয়। দুর্ঘটনায় শেষ তরতাজা প্রাণ।
