Attacked On Congress Leader: বাড়িতে ঢুকেই কংগ্রেস নেতার ওপর ‘হামলা’, পুলিশের সামনেই ‘খুনের হুমকি’, উত্তেজনা পর্ণশ্রীতে

Parnasree Attacked On Congress: অভিযোগ, বাড়ির নীচে পার্ক করে রাখা বাইক-স্কুটিতে বেপরোয়া ভাঙচুর চালাতে থাকে তারা। সঙ্গে গালিগালাজ। গৌতম সাহার স্ত্রী দীপা বাগড়ি বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।A

Attacked On Congress Leader: বাড়িতে ঢুকেই কংগ্রেস নেতার ওপর 'হামলা', পুলিশের সামনেই 'খুনের হুমকি', উত্তেজনা পর্ণশ্রীতে
বাঁ দিকে অভিযুক্তদের তৃণমূল কাউন্সিলরের অনুগামী বলে ফেসবুকে পোস্ট করেছিলেন কংগ্রেস নেতা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 10:36 AM

কলকাতা: জাতীয় কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতার বাড়িতে ঢুকে হামলার অভিযোগ। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পর্ণশ্রীর বেহালা রয়েড পার্কে। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের। তবে এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা।

নিগৃহীত কংগ্রেস নেতার নাম গৌতম সাহা। তিনি জাতীয় কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আইএনটিইউসি-র রাজ্য সম্পাদক। এবারের পৌরসভা নির্বাচনে ১১৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তিনি। গৌতম সাহার বয়ান অনুযায়ী, ঘটনার সময়ে তিনি নিজের বাড়িতেই ছিলেন। অভিযোগ, সেসময় ১৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ একদল যুবক তাঁর বাড়ির নীচে হামলা চালায়।

অভিযোগ, বাড়ির নীচে পার্ক করে রাখা বাইক-স্কুটিতে বেপরোয়া ভাঙচুর চালাতে থাকে তারা। সঙ্গে গালিগালাজ। গৌতম সাহার স্ত্রী দীপা বাগড়ি বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাইক-স্কুটিতে এরপর তারা পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিতে উদ্যত হয়।

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। অভিযোগ পুলিশের সামনেই কংগ্রেস নেতাকে মারধর করার চেষ্টা চালায় অভিযুক্তরা। পুলিশ কর্তাদের সামনেই তাঁকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ।

কিন্তু কী কারণে এই হামলা?

কংগ্রেস নেতার বয়ান অনুযায়ী, শনিবার রয়েড পার্কে একটি রাজীব গান্ধীর বেদি তৈরি করে বেহালা ব্লক কংগ্রেস। অভিযোগ, রবিবার সকালেই ওই বেদিটি ভাঙা অবস্থায় দেখা যায়। স্থানীয় কয়েকজনের বিরুদ্ধেই অভিযোগ ওঠে। ঘটনার নেপথ্যে বেশ কয়েক জনের নাম উঠে আসে। পাপাই , রাজা ঘোষ দোস্তিদার, বাপ্পা, সোমু নামে কয়েকজনের নাম উঠে এসেছে। প্রত্যেকেই তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে দাবি অভিযোগ কংগ্রেস নেতার।

গৌতমের অভিযোগ, তিনি কংগ্রেস করেন বলেই এই হামলা। বেদি ভাঙার সময়ে, ঘটনার ভিডিয়ো করেছিলেন তিনি। তা থেকেই তাঁর ওপর আক্রোশ জন্মায় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের। এই হামলা সেই কারণেই বলে দাবি কংগ্রেস নেতার। গৌতম বলেন, “বেদি ভাঙার সময়ে ওরা কীভাবে দাপাদাপি করছিল, অনৈতিক কাজ করছিল, সব প্রমাণ রাখতে ভিডিয়ো করি। সেই ভিডিয়ো আমি সামাজিক মাধ্যমে আপলোড করি। তারপর থেকেই হুমকি আসছিল সেই ভিডিয়ো ডিলিট করার জন্য। সেই ভিডিয়ো ডিলিট না করাতেই এই হামলা।” তবে এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা গিয়েছে, ঘটনার পর অধীর চৌধুরী ও প্রদীপ ভট্টাচার্য ফোন করে গৌতম সাহার খোঁজ নেন।

নিরাপত্তহীনতায় ভুগছেন কংগ্রেস নেতা। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখনও পর্যন্ত এক জন অভিযুক্তও ধরা পড়েনি। ফলে আবারও না হামলা হয়, তা নিয়েই আতঙ্কে রয়েছেন তিনি।

আরও পড়ুন: চারিদিকে শুধু রক্ত, বাসের চাকার নীচে দলা পাকিয়ে রয়েছে দেহগুলি! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৬