UP Road Accident: চারিদিকে শুধু রক্ত, বাসের চাকার নীচে দলা পাকিয়ে রয়েছে দেহগুলি! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৬

UP Road Accident: স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই ইলেকট্রিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাসে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

UP Road Accident: চারিদিকে শুধু রক্ত, বাসের চাকার নীচে দলা পাকিয়ে রয়েছে দেহগুলি! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৬
ঘাতক বাসটি দাঁড়িয়ে পড়ে একটি ট্রাকে ধাক্কা মারার পর।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 8:21 AM

কানপুর: বাসের অপেক্ষাতেই দাঁড়িয়েছিলেন সকলে, সেই বাসই এসে পিষে দিল পথচারীদের। রবিবারই এমনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল উত্তর প্রদেশ (Uttar Pradesh)। ভয়াবহ ওই পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয়েছে কমপক্ষে ছয়জনের, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কানপুরের (Kanpur) তাঁত মিল ক্রসরোডের কাছে একটি ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষে দেয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি, বাইককেও ধাক্কা মারে বাসটি।

রবিবার বিকেলের দিকে কানপুরের তাঁত মিল ক্রসরোডে বাকি দিনের মতোই ভিড় ছিল। বাসের অপেক্ষাতেও অনেকে দাঁড়িয়েছিলেন। তবে দ্রুতগতিতে আসা ইলেকট্রিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পথচারীদের দিকেই ধেয়ে আসে। কিছু বুঝে উঠতে পারার আগেই বাসটি পথচারীদের পিষে দেয়। ঘটনাস্থলেই কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহতও হয়েছেন অনেকে।

পথচারীদের পিষেও থামেনি ওই বাসটি। সামনে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়ি ও একাধিক বাইকেও ধাক্কা মারে। এরপর দাঁড়িয়ে যায় বাসটি। তবে ঘটনাস্থলে উপস্থিত জনতা কিছু করার আগেই ঘাতক বাসের চালক পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। স্টপেজের নির্দিষ্ট জায়গায় না দাঁড়িয়ে তা সোজা ধেয়ে আসে অপেক্ষারত যাত্রী ও পথচারীদের দিকে। একের পর এক ব্যক্তিকে পিষে দিতে থাকে বাসটি। এরপর একটি ট্রাফিক বুথ ও ট্রাকে ধাক্কা মেরে দাড়িয়ে পড়ে বাসটি।

স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই ইলেকট্রিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাসে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব কানপুরের ডেপুটি পুলিশ কমিশনার প্রমোদ কুমার বলেন, “নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি একাধিক পথচারীকে পিষে দিয়েছে। বাসটির চালক পলাতক, তার খোঁজ শুরু করা হয়েছে।”

তিনি আরও জানান, আহতদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে টুইটে শোক প্রকাশ করেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও। তিনি টুইটে লেখেন, “কানপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পেলাম। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে।” আরও পড়ুন: Budget 2022: আরটি-পিসিআর পরীক্ষা থেকে আলাদা বসার জায়গা, কী কী পরিবর্তন থাকছে বাজেট অধিবেশনে?