Post Poll Violence: কেন ডাকা হচ্ছে না প্রভাবশালীদের? সিজিও কমপ্লেক্সে গিয়ে প্রশ্ন তুললেন অভিজিৎ সরকারের দাদা
Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছির বাসিন্দা অভিজিৎ সরকারকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই মামলার তদন্ত করছে সিবিআই।
কলকাতা: বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর তদন্তভার রয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর হাতে। কিন্তু সেই তদন্তে সন্তুষ্ট নয় অভিজিতের পরিবার। আগেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর দাদা বিশ্বজিৎ সরকার। আর এবার নথি নিয়ে তিনি গেলেন সিবিআই দফতরে। মঙ্গলবার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে। তাঁর যা অভিযোগ রয়েছে, সেই সংক্রান্ত নথি এ দিন আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন তিনি।
নারকেলডাঙার বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিশ্বজিৎ সরকার। এই নিয়ে তিনি সিবিআইয়ের নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন। হাইকোর্টে মামলাও হয়। তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সিবিআই আধিকারিকরা তাঁকে ডেকে পাঠিয়েছিলেন।
সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর বিশ্বজিৎ সরকারকে অভিযোগ সংক্রান্ত নথি দেন তিনি। বিশ্বজিৎ সরকারের দাবি, এখনও বেশ কয়েকজন প্রভাবশালী নেতাদের জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। বিষয়টি এ দিন তুলে ধরেন তিনি। তিনি মনে করেন যেহেতু নতুন করে এই মামলার তদন্তে আধিকারিকদের নিয়োগ করা হচ্ছে, তাই মামলার দ্রুত নিষ্পত্তি হবে।
হাইকোর্টে বিশ্বজিতের দাবি, অভিজিৎ সরকার খুনে মূল অভিযুক্তরা অধরাই থেকে যাচ্ছেন। তিনি নিজে একাধিকবার বিধায়ক পরেশ পাল ও আর এক তৃণমূল নেতা স্বপন সমাদ্দারের নাম বলেছেন তদন্তকারী আধিকারিকদের। গোপন জবানবন্দিতেও সে কথা জানিয়েছেন তিনি। তাঁর মাও ওই দুজনের নাম বলেছিলেন। বিশ্বজিৎ সরকারের অভিযোগ, দুই তৃণমূল নেতাকে কেন তলব করা হচ্ছে না?
একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিনই মৃত্যু হয় বেলেঘাটার বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। গলায় তার পেঁচানো অবস্থায় উদ্ধার হয় অভিজিৎ সরকারের মৃতদেহ। তাঁর পরিবার প্রথম থেকেই দাবি তোলে, বিজেপি করার অপরাধে অভিজিৎকে খুন করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে নিহতের পরিবার।
আরও পড়ুন : Mamata Banerjee: ‘ঢ্যাঁড়শ, পটল কিনে নিয়ে গিয়ে রান্না করুন’, এলাকায় ঘুরে নেতাদের মেদ ঝরাতে বললেন মমতা
আরও পড়ুন : Madhyamik 2022: এক হাতে কলম, অন্য হাতে সন্তান, অনাথ আশ্রমে থেকেই পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থী