Baghajatin House Lifting Explained: প্রোমোটার না স্থাপত্যকার! কলকাতায় দিকে দিকে ‘পিসার হেলানো মিনার’! আদৌ সম্ভব বাড়ি সোজা করা?
Baghajatin House Lifting Explained: এবার প্রশ্ন বাড়ি লিফটিং কী? TV9 বাংলা কথা বলেছিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস । তিনিই খুব সহজ করে বিষয়টি বোঝান। ধরুন, রাস্তায় যদি গাড়ি খারাপ হয়ে যায়, চার চাকার গাড়ি।

কলকাতা: দক্ষিণ কলকাতার বাঘাযতীনের ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনি। সেই কলোনিরই ‘শুভ অ্যাপার্টমেন্ট’ মঙ্গলবার দুপুরে দেখিয়ে দিল অশুভ চরিত্র! হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাটবাড়ি। নাহ, কোনও পুরনো আবাসন নয়। একেবারেই ঝাঁ চকচকে একটা আবাসন। ওই আবাসনে ৬টি পরিবারের বাস। কিন্তু তাঁরা কেউই নিজেদের ফ্ল্যাটে থাকছিলেন না। পুজোর সময় থেকেই তাঁরা এলাকাতেই ভাড়া বাড়িতে থাকছিলেন। কেন? কেনই বা ভেঙে পড়ল নতুন একটা আবাসন। এর পিছনেই যত রহস্য। আবাসন-বৃত্তান্ত জানা যাচ্ছে, ২০১২ সালে এই আবাসন তৈরি হয়। মোট ছয়টি পরিবার ফ্ল্যাট কেনেন এই আবাসনে। দুটি ফ্ল্যাট ফাঁকা ছিল এবং সেই দুটি প্রোমোটার সুভাষ রায় নিজের নামে রেখেছিলেন। দুই বছর পরেই ফ্ল্যাটের বাসিন্দারা দেখতে পান, আবাসনের দক্ষিণ...
