West Bengal Assembly Election 2021: বাংলা যা ভাবে, দেশ তাই করে, সংযুক্ত মোর্চাকে বিশ্বাস করুন
নিজস্ব চিত্র

West Bengal Assembly Election 2021: ‘বাংলা যা ভাবে, দেশ তাই করে, সংযুক্ত মোর্চাকে বিশ্বাস করুন’

sreejayee das |

Mar 01, 2021 | 4:23 PM

“বাংলায় আসা আমার কাছে একটা তীর্থে আসার মতো। এখান থেকেই বিপ্লবের শুরু।"

বাংলার মাটি আন্দোলনের মাটি। বাংলা থেকেই সমাজ সংস্কারের আন্দোলন হবে। ব্রিগেডে বললেন ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। একদিকে দিদি, অন্যদিকে মোদী। একজনের হাত থেকে রাজ্যকে বাঁচাতে হবে, অন্যজনের হাত থেকে দেশকে, আহ্বান বাঘেলের। তিনি বলেন, “বাংলায় আসা আমার কাছে একটা তীর্থে আসার মতো। এখান থেকেই বিপ্লবের শুরু। কিছুদিন আগে দাড়ি বাড়িয়ে যাচ্ছিলেন তিনি। নেতাজির জন্মদিন পরাক্রম দিবস নয়। প্রধানমন্ত্রীকে বলতে চাই, ইতিহাসের পাতা উল্টে দেখুন। বাংলা আজ যা ভাবে, গোটা দেশ আগামিকাল তাই করে। সংযুক্ত মোর্চাকে বিশ্বাস করুন। আগে গোরাদের বিরুদ্ধে লড়েছিলেন, এবার লড়তে হবে চোরেদের বিরুদ্ধে।”

 

 

Published on: Feb 28, 2021 05:47 PM