Bangla Awas Yojona: নিজের উদ্যোগেই ‘বাংলার আবাসে’র বাড়ি বানাবে রাজ্য, খরচ প্রায় ১৪ হাজার কোটি টাকা! কোথায় পাবে মমতা-সরকার?
Bangla Awas Yojona: ১০০ দিনের কাজের থেকেও রাজ্য সরকার ২০২৪ র লোকসভা ভোটের আগে আবাস যোজনার বাড়ি করতে মরিয়া। কেন্দ্র টাকা না দিলেও এই বাড়ি করার সিদ্ধান্তে রাজ্য সরকার অনড়।
কলকাতা: আবাস যোজনার টাকা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে তরজা দীর্ঘদিন ধরেই চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভামঞ্চ থেকে জানিয়েছেন, কেন্দ্র এই প্রকল্পে একটি টাকাও বাংলাকে দেবে না। একইসঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বাসও দিয়েছেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজেই নিজের টাকা থেকে আবাস প্রকল্পের ঘর বানিয়ে দেবে। সূত্রের খবর, বাংলায় আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি নিজেরাই করতে চলেছে রাজ্য সরকার। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও শুক্রবার মুখ্যমন্ত্রী এ নিয়ে রাজ্যের অবস্থান জানিয়েছেন।
শুক্রবার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারের টাকায় ২০২৪ র মধ্যেই বাড়ি তৈরি হবে। সে অর্থ কোথা থেকে আসবে তাও একপ্রকার ঠিক হয়ে গিয়েছে বলেও জানান তিনি। তবে কোথা থেকে আসবে এই টাকা? প্রশাসনের একাংশের অনুমান, সরকারি একাধিক প্রকল্পের থেকে টাকা কাটছাঁট করেও করা হতে পারে। আবার দরকার পড়লে ঋণ নিয়ে হলেও এই বাড়ি করা হবে। যদিও মুখ্যমন্ত্রী এখনও নিশ্চিত করে টাকার উৎস না বললেও তিনি টাকা জোগাড় হয়ে গিয়েছে বলেই দাবি করেছেন। এ দিকে সরকারের ভাঁড়ার প্রায় শূন্য।
ফলে ১১ লক্ষ বাড়ি ২০২৪ র আগে করতে হলে ঋণ নিতে হবে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয় রাজ্য সরকার কোন পথে হাঁটো! সূত্র বলছে, এখনও পর্যন্ত ১১ লক্ষ ১ হাজার ৭৫৭ জন উপভোক্তার নাম আবাস প্লাসের বাড়ির জন্য অনুমোদন পেয়েছে। যা করতে খরচ পড়বে আনুমানিক ১৩৫৬৮ কোটি টাকা!
চূড়ান্ত অনুমোদনের পরে মূলত ৬০ শতাংশ টাকা কেন্দ্রের এবং ৪০ শতাংশ রাজ্যের টাকা রাজ্যের দেওয়ার কথা। কিন্তু কেন্দ্র দুর্নীতি হয়েছে এই অভিযোগ এনে পুরো টাকাই আটকে রেখেছে। রাজ্য সরকারকে এই টাকা জোগাড় করতে হবে এই আবাসের বাড়ি তৈরি করতে। দেখার বিষয় টাকা কোথা থেকে আসে। শেষ পর্যন্ত কী ঋণ নিয়েই বাড়ি করবে রাজ্য সরকার? প্রশ্ন থাকছেই।