Ration Scam-ED: টাকার গোনার মেশিন নিয়ে ED দফতরে স্টেট ব্যাঙ্কের অফিসাররা

Ration Scam-ED: ইডি সূত্রে খবর শঙ্কর আঢ্যর বাড়ি এবং তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ লক্ষ টাকা উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকরা। সেই টাকা ইডির কাছ থেকে নিয়ে যাওয়ার জন্যই এসবিআই অফিসরারা ট্রাঙ্ক ও টাকার গোনার মেশিন নিয়ে ইডি দফতরে পৌঁছেছেন।

Ration Scam-ED: টাকার গোনার মেশিন নিয়ে ED দফতরে স্টেট ব্যাঙ্কের অফিসাররা
সিজিও কমপ্লেক্সে ব্যাঙ্ক কর্মীরাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 5:54 PM

কলকাতা: টাকা গোনার মেশিন নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির স্টেট ব্যাঙ্কের আধিকারিকরা। বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের ইডি দফতরে প্রবেশ করতে দেখা যায় আধিকারিকদের। তাঁদের হাতে ছিল, কিছু মেশিন। সূত্রের খবর, রেশন দুর্নীতিতে উদ্ধার হওয়া টাকা গোনার জন্যই ওই মেশিন আনা হয়েছে।

গত ৫ জানুয়ারি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি এবং তাঁর শ্বশুরবাড়িতে রেশন দুর্নীতি মামলার তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। সেদিন রাতেই শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়েছিল। সেই সঙ্গে ইডি-র তরফে জানানো হয়েছিল, শঙ্করের শ্বশুরবাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। সেই টাকাই গোনা হল এদিন। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে যান স্টেট ব্যাঙ্কের কর্মীরা। তাঁদের সঙ্গে ছিল একটি ট্রাঙ্ক ও টাকা গোনার মেশিন।

ইডি সূত্রে খবর শঙ্কর আঢ্যর বাড়ি এবং তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ লক্ষ টাকা উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকরা। সেই টাকা ইডির কাছ থেকে নিয়ে যাওয়ার জন্যই এসবিআই অফিসরারা ট্রাঙ্ক ও টাকার গোনার মেশিন নিয়ে ইডি দফতরে পৌঁছেছেন।