Baranagar: বরানগরে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার

Baranagar: কাউন্সিলরের দাবি, বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয় থাকতে পারে মালা দাস নামে ওই বছর সত্তরের বৃদ্ধার। তবে বরানগর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Baranagar: বরানগরে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার
প্রতীকী চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2024 | 1:34 PM

কলকাতা: বরানগরে বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে বরানগর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মতিলাল মল্লিক লেন এলাকায় এক বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেয়। কাউন্সিলর সঞ্চিতা দে বরানগর থানায় খবর দিলে শেষে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মালা দাস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কাউন্সিলরের দাবি, বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয় থাকতে পারে মালা দাস নামে ওই বছর সত্তরের বৃদ্ধার। তবে বরানগর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

গত দুদিন আগে বৃদ্ধাকে বাইরে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁর সন্ধান মিলছিল না। এরপরেই এদিন এলাকাবাসী পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় কাউন্সিলর সঞ্চিতা দে-কে খবর দেন।  এরপরেই পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।