কলকাতা : মহাকরণ মেট্রো স্টেশনের (Mahakaran Metro Station) কাজ প্রায় শেষ। এবার মহাকরণের সামনে থাকা বিবাদীবাগ বাস স্ট্যান্ডকে (BBD Bag Bus Stand) নিজের জায়গায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু করা হয়েছে। মহাকরণের হেরিটেজ স্ট্রাকচারের কথা মাথায় রেখে হেরিটেজ ডিজাইনেই সাজিয়ে তোলা হবে মহাকরণের সামনের বিবাদী বাগ বাস স্ট্যান্ড। কেমন হবে বিবাদী বাস স্ট্যান্ড ? এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হয় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (Kolkata Metro)। রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম নির্মাণকারী সংস্থাকে জানিয়েছেন, মহাকরণের হেরিটেজ তকমার কথা মাথায় রেখে সাজিয়ে তুলতে হবে বিবাদীবাগ বাস স্ট্যান্ডকে। মহাকরণের ছোঁয়া যাতে বাস স্ট্যান্ডে পাওয়া যায় তা দেখার কথা বলা হয়েছে ওই নির্মাণকারী সংস্থাকে।
একই সঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, আগের তুলনায় আরও আধুনিক হবে বিবাদীবাগ বাস স্ট্যান্ড। ২০২২ সালের শেষের দিকে মহাকরণ মেট্রো স্টেশনের সমস্ত নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা আছে কলকাতা মেট্রো রেলের। তাই এর মধ্যেই নতুন রূপে বিবাদী বাগ বাস স্ট্যান্ড ফিরিয়ে দেওয়ার ভাবনা রয়েছে মেট্রোর। প্রসঙ্গত মহাকরণের সামনে মেট্রো স্টেশন তৈরি হওয়ায় সময় বন্ধ করে দেওয়া হয়েছিল বিবাদী বাগ বাস স্ট্যান্ড। মেট্রো নির্মাণের জন্য বিগত কয়েক বছর ধরেই বন্ধ আছে এই বাস স্ট্যান্ড।
উল্লেখ্য ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়টি শুরু হয়েছে প্রায় দুই বছর হয়ে গিয়েছে। এই ইস্ট ওয়েস্ট মেট্রো একবার সম্পূর্ণ হয়ে গেলে তা হাওড়া ময়দানের সঙ্গে মিলিয়ে দেবে সেক্টর ফাইভকে। আর এই ইস্ট ওয়েস্ট মেট্রোরই একটি অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হতে চলেছে এই মহাকরণ মেট্রো স্টেশন। রাইটার্স বিল্ডিংয়ের একেবারে বিপরীতে। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার লম্বা মেট্রোর লাইনের কাজ শেষ হয়ে গেলেই চালু হয়ে যাবে মহাকরণ স্টেশন। আশেপাশের হেরিটেজ বিল্ডিংগুলির কথা মাথায় রেখে মহাকরণ মেট্রো স্টেশনকেও সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। জানা গিয়েছে, ভারতের সবথেকে সুন্দর দেখতে মেট্রো স্টেশনগুলির মধ্যে একটি হতে চলেছে এই মহাকরণ স্টেশন। স্টেশনের থিম করা হচ্ছে ডালহৌসি স্কোয়ার বা অফিস পাড়া।
আরও পড়ুন : Mamata calls Pawar: ইডির অতি-সক্রিয়তা নিয়ে প্রশ্ন মমতার! নবাবের গ্রেফতারির প্রতিবাদে পাওয়ারকে ফোন
আরও পড়ুন : Mamata Banerjee: এবার টার্গেট শিল্প ও কর্মসংস্থান! ‘৪০ শতাংশ বেকারত্ব কমিয়ে’ও স্বস্তি নেই মমতার