Beleghata: বেলেঘাটা আইডি-র মর্গের সামনে পড়ে খুলি-হাড়গোড়! রহস্য ঘনীভূত
Beleghata: খবর পেয়ে যান বেলেঘাটা থানার পুলিশ আধিকারিকরা। তাঁরা প্রিন্সিপ্যালের সঙ্গে কথা বলেন। কোভিডের পর থেকেই বেলঘাটার ওই মর্গ বন্ধ পরিত্যক্ত অবস্থায় ছিল। পরিত্যক্ত মর্গে মৃতদেহ কীভাবে এতদিন ধরে পড়ে থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

কলকাতা: বেলেঘাটা আইডির পরিত্যক্ত মর্গের সামনে থেকে উদ্ধার মানুষের খুলি, হাড়। দীর্ঘদিন ধরে ওই মর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় আগাছায় ঢেকেছে। মর্গের সামনে জঙ্গল পরিস্কার করতে গিয়েই সাফাইকর্মীদের নজরে আসে বিষয়টি। মানুষের মাথার খুলি ও হাত-পায়ের ১৩ টি হাড় উদ্ধার হয়। সেগুলিকে পরে প্রিন্সিপ্যালের ঘরে নিয়ে আসা হয়।
খবর পেয়ে যান বেলেঘাটা থানার পুলিশ আধিকারিকরা। তাঁরা প্রিন্সিপ্যালের সঙ্গে কথা বলেন। কোভিডের পর থেকেই বেলঘাটার ওই মর্গ বন্ধ পরিত্যক্ত অবস্থায় ছিল। পরিত্যক্ত মর্গে মৃতদেহ কীভাবে এতদিন ধরে পড়ে থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মর্গ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
হাসপাতালের প্রিন্সিপ্যাল নবনীতা ভট্টাচার্য নরকঙ্কাল উদ্ধারের বিষয়ে একেবারেই অবগত ছিলেন না। বিষয়টি নিয়ে তিনিও বিস্মিত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাউকে খুন করে পরিত্যক্ত জঙ্গলে দেহ ফেলে যাওয়া হয়েছিল কিনা. সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে মর্গের সামনে থেকেই এভাবে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বুকে।

