BJP on SIR: ৫০ হাজার বিএলএ ২ চূড়ান্ত করে ফেলল বঙ্গ বিজেপি, নাম যাচ্ছে কমিশনে

Bengal BJP: আগে রাজ্যে বুথ ছিল ৮০ হাজার ৬৮১। পুর্নবিন্যাসের পরে তা এখন হয়েছে ৯৪ হাজার ৪৯৭। প্রায় সব বুথেই বিএলএ-২ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে দলের অন্দরেই রয়েছে চাপানউতোর।

BJP on SIR: ৫০ হাজার বিএলএ ২ চূড়ান্ত করে ফেলল বঙ্গ বিজেপি, নাম যাচ্ছে কমিশনে
প্রতীকী ছবি Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Nov 01, 2025 | 9:41 PM

কলকাতা: বিতর্ক-চাপানউতোরের মধ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। ট্রেনিং চলছে বিএলও-দের। এরইমধ্যে ৫০ হাজার বুথ লেভেল এজেন্ট (বিএলএ ২) চূড়ান্ত করল বঙ্গ বিজেপি নেতৃত্ব। দিন কয়েকের মধ্যে তা কমিশনে জমা পড়বে বলে জানা যাচ্ছে। তবে এখানেই শেষ নয়। আরও ১০ থেকে ১১ হাজার বিএলও ২ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের থেকে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ায় ৬০ থেকে ৬১ হাজার বুথে বিএলএ ২ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। 

এদিকে আগে রাজ্যে বুথ ছিল ৮০ হাজার ৬৮১। পুর্নবিন্যাসের পরে তা এখন হয়েছে ৯৪ হাজার ৪৯৭। প্রায় সব বুথেই বিএলএ-২ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে দলের অন্দরেই রয়েছে চাপানউতোর। মুসলিম অধ্যুষিত বুথে বিএলএ ২ দিতে পারবে না বিজেপি। সেটা প্রকাশ্যেই বলেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী শুভেন্দু অধিকারীরা। 

এদিকে গোটা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়েও চাপানউতোর তৈরি হয়। এসআইআর যাঁরা বোঝেন এমন কর্মীদের পেতে সমস্যা হয়েছিল। তাই বিএলএ ২ বাছাইয়ে সময় লেগেছে বলে দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। তবে শেষ পর্যন্ত কাজ চূড়ান্ত হয়েছে। এই বিএলএ ২-রা বুথ স্তরে বিএলওদের সাহায্যের কাজ করবে। এক্কেবারে ছায়াসঙ্গী হিসাবে থাকবেন। সূত্রের খবর, পুরো বিষয়টি এক্কেবারে তৃণমূল স্তরে ট্র্যাক করার জন্য বিএলএ ২ এর জন্য দলীয় ক্ষেত্রে অ্যাপও ব্যবহার করবে বিজেপি। 

অন্যদিকে প্রতি বিধানসভায় একজন করে বিএলএ ১ থাকবে। রাজনৈতিক স্তর থেকে দলগতভাবে তাঁরা পুরো বিষয়টি সুপারভাইজ করবেন। অর্থাৎ ২৯৪টি বিধানসভায় ২৯৪ দন বিএলএ-১ থাকবেন। সেখানে কার্যত প্রতিটা বুথে বুথে কাজ করবেন বিএলএ-২।