AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal MLA Salary: বাংলার বিধায়কদের এক ধাক্কায় বেতন বেড়ে হল ১,২২,০০০ টাকা

Bengal MLA Salary: রাজনীতির কারবারিদের অনেকের মতে, এক্ষেত্রে শাহি সভা বিজেপি বিধায়কদের কাছে শাপে বর হল। তৃণমূল সরকার বরাবরই বলে এসেছে,  রাজ্যের কোষাগার ভঙ্গুর।   ডিএ  পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। সেই পরিস্থিতিতে বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে সমালোচনা, শ্লেষ শোনা গিয়েছে সমাজের বিভিন্ন স্তরে

Bengal MLA Salary: বাংলার বিধায়কদের এক ধাক্কায় বেতন বেড়ে হল ১,২২,০০০ টাকা
বিধায়কদের বেতন বাড়ল Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 3:00 PM
Share

কলকাতা: বুধবারের অধিবেশনের দ্বিতীয়ার্ধে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ হল।  The bengal legislative assembly (members emoluments) act 1937 বিলটির সংশোধনি আনা হয়।  এই বিল  বিধানসভার দ্বিতীয়ার্ধে টেবিল হয়, আলোচনাও হয়। ঘটনাচক্রে, এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভার কারণে বিধানসভায় ছিলেন না বিজেপির বিধায়করা। আলোচনায় অংশ নেন শুধুমাত্র তৃণমূল বিধায়করা।

প্রসঙ্গত, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল নিয়ে আলোচনার জল্পনা ছিল।কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মতি দেননি। ফলে অক্টোবর মাসে মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল নিয়ে বিধানসভায় কোনও আলোচনাই হয়নি। বেতন বৃদ্ধি সংক্রান্ত দুটি বিলেই সই করে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলত বিল যে পাশ হয়ে যাবেই, তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনীতির কারবারিদের অনেকের মতে, এক্ষেত্রে শাহি সভা বিজেপি বিধায়কদের কাছে শাপে বর হল। তৃণমূল সরকার বরাবরই বলে এসেছে,  রাজ্যের কোষাগার ভঙ্গুর।   ডিএ  পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। সেই পরিস্থিতিতে বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে সমালোচনা, শ্লেষ শোনা গিয়েছে সমাজের বিভিন্ন স্তরে। সেই বিল যখন পাশ হয়, তখন বিজেপি বিধায়কদের অনুপস্থিতি রাজনৈতিকভাবে লাভজনক পদ্ম শিবিরের বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। এদিন বিধায়ক সভায় উপস্থিত ছিলেন না চার বিজেপি বিধায়ক। শাহি সভায় যোগ দেওয়ার কারণ জানিয়ে আগে থেকেই বিধানসভায় চিঠি দিয়ে জানিয়েছিলেন তাঁরা। ফলত, এই বিল পাশ হওয়া নিয়ে দায় নিতে হবে না।  সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,  বিজেপি বিধায়করা বলতেই পারবেন, বেতন বৃদ্ধির আলোচনায় ছিলেন না তাঁরা।

বুধবারের বিধানসভার সমস্ত কার্যসূচি পিছিয়ে দেওয়ার জন্য স্পিকারের কাছে আবেদন করেছিল বিজেপি। সেই আবেদন অবশ্য রাখা সম্ভব নয় বলে বিজেপিকে জানিয়ে দিয়েছিলেন স্পিকার।

উল্লেখ্য, মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল West bengal salaries and allowances act 1952 এর সংশোধনী আসার কথা রয়েছে বৃহস্পতিবার। দুটি বিল কার্যত একই রকমের। তারপরে আলাদা দিনে করার কারণ হিসাবে উঠে আসছে বিধানসভার শীতকালীন অধিবেশনের কার্যপ্রণালীর তালিকায় প্রায় কিছুই নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি  সে কারণেই কি অধিবেশনের দিন সংখ্যা বাড়াতেই এভাবে বেতন ভাতা সংক্রান্ত একই ধরনের দুটি বিল আলাদা আলাদা দিনে আনা হচ্ছে?

কত বেড়ে হল বেতন?

ভাতা-বেতন মিলিয়ে বৃদ্ধি —- বিধায়ক

ছিল: ৮২ হাজার টাকা হল: ১ লক্ষ ২২ হাজার টাকা —

প্রতিমন্ত্রী

ছিল: ১ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা হল: ১ লক্ষ ৫১ হাজার ৯০০ টাকা —

ক্যাবিনেট মন্ত্রী

ছিল: ১ লক্ষ ১২ হাজার টাকা হল: ১ লক্ষ ৫২ হাজার টাকা