AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhawanipore By-Election: ‘মদনের আবার এলাকা কী’, ভোটের সকালে দাবি ফিরহাদের

Bhabanipur: ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ড যা তৃণমূলের বিধায়ক মদন মিত্রের এলাকা হিসাবেই পরিচিত, বৃহস্পতিবার সকালে সেখানে ইভিএম বন্ধ রাখার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

Bhawanipore By-Election: 'মদনের আবার এলাকা কী', ভোটের সকালে দাবি ফিরহাদের
ভোট সকালে শুরু বিতর্ক। ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 8:33 AM
Share

কলকাতা: ভোট শুরু হতেই উত্তপ্ত ভোটের ভবানীপুর (Bhawanipore By-Election)। বুথ জ্যামের অভিযোগ তুলল বিজেপি। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে ১২৬ নম্বর বুথে বাকযুদ্ধে জড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। যদিও বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন। অন্যদিকে মদন মিত্রের পাড়ায় শাসকদলের কর্মীদের বিরুদ্ধেও কেন্দ্রীয় বাহিনীকে নালিশ জানান প্রিয়াঙ্কা। পাল্টা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘হেরে যাওয়ার ভয়ে এসব বাহানা তৈরি করা।’

ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ড যা তৃণমূলের বিধায়ক মদন মিত্রের এলাকা হিসাবেই পরিচিত, বৃহস্পতিবার সকালে সেখানে ইভিএম বন্ধ রাখার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর অভিযোগ, এ ভাবে বুথ দখলের চেষ্টা করা হচ্ছে। এরই পাল্টা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “মদন মিত্রের এলাকা বলে কোনও এলাকা আছে? সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা। বুথ জ্যাম কেন হবে? মদন মিত্রের এলাকা কামারহাটি। সেখানে তো আর ভোট হচ্ছে না। এগুলো অকারণে অশান্তি তৈরির চেষ্টা করছে। ভবানীপুরে কোনও জায়গায় কোনও সমস্যা নেই। মাইক্রো অবজারভার রয়েছে, সিসিটিভি রয়েছে, পরিচয়পত্র দেখিয়ে যাচ্ছে মানুষ। অকারণে এসব করছে। হেরে যাওয়ার আগে বাহানা তৈরি করা।”

একই সঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “মানুষের ভোটদানে উৎসাহ রয়েছে। সকাল থেকেই লাইনে মানুষের ভালই ভিড় দেখা যাচ্ছে। আবহাওয়া ভাল হয়ে গিয়েছে। আশা করছি মানুষ নির্বিঘ্নেই ভোট দেবেন। যদি না বিজেপি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। যদিও ওদের তো অরগানাইজেশন নেই, পোলিং এজেন্ট দিয়ে ঝামেলা করার চেষ্টা করবে। আজ তো বাইরের লোক ঢুকতে পারবে না ভবানীপুরে। বহিরাগত এসেছে বলে ব্যাতিব্যস্ত করার চেষ্টা করবে কমিশনকে। মাইক্রো অবজারভার আসবে, দিল্লি থেকে ফোন আসবে। এই সব করবে সারাদিন।”

অন্যদিকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বক্তব্য, “আমরা স্বচ্ছ নির্বাচনের আশা রাখছি। নিরাপত্তারক্ষী মোতায়েনটা এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি সমস্ত পোলিং বুথে আজ ঘুরে বেড়াব। রাজ্য সরকার এখন ভয়ের মধ্যে আছে।”

আরও পড়ুন: Bhawanipore By-Election: ভোটদান রুখতে আবাসনের গেটে তালা লাগিয়ে দেয়, ভোটের সকালে বিস্ফোরক বিজেপি প্রার্থী

আরও পড়ুন: Bhabanipur bypolls 2021 LIVE Updates: ১৪৪ ধারা সত্ত্বেও দোকান খোলা কেন, রিপোর্ট চাইল কমিশন