Impact Story: পাশে দাঁড়াল টিভিনাইন বাংলা, পুকুর ফিরল পুকুরেই…
BMC: এলাকার সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন, "এমআইসিরাই তো করাচ্ছে এসব। গার্ডেনরিচে কাউন্সিলরের অঙ্গুলিহেলনে হয়েছে। এখানে তৃণমূলের এমআইসি বিধায়করাও জড়িও। নারায়ণপুরের ওই চত্বরটা ২,৩,৪ নম্বর ওয়ার্ড একেবারে ঘুঘুর বাসা হয়ে রয়েছে। বিল্ডিং প্ল্যান কীভাবে পাশ হয় আমরা জানি।"
গার্ডেনরিচের আবহে বিধাননগর পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডে নারায়ণপুরে জলাশয়ে মাটি ফেলার অভিযোগ ওঠে। এলাকার বাসিন্দারা অভিযোগ তোলেন, হয়ত এবার এখানে বেআইনি নির্মাণও শুরু হবে। এলাকার সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন, “এমআইসিরাই তো করাচ্ছে এসব। গার্ডেনরিচে কাউন্সিলরের অঙ্গুলিহেলনে হয়েছে। এখানে তৃণমূলের এমআইসি বিধায়করাও জড়িও। নারায়ণপুরের ওই চত্বরটা ২,৩,৪ নম্বর ওয়ার্ড একেবারে ঘুঘুর বাসা হয়ে রয়েছে। বিল্ডিং প্ল্যান কীভাবে পাশ হয় আমরা জানি।”
যদিও মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, “আমি যখন শুনি পুকুর ভরাট হচ্ছে আমি লোক পাঠিয়ে বন্ধ করে পুকুর পুকুরের মতো করে দিতে বলেছি।” অন্যদিকে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, “ববিদা খুব অকপটে স্বীকার করেছেন এটা সামাজিক ব্যাধি। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আর কলকাতা পুরনিগম দীর্ঘদিনের পুরনো। একটা ঘিঞ্জি শহর। বিধাননগর তো প্ল্যান সিটি। এখানে ক্ষমা চাওয়ার কোনও অবকাশ নেই।”