Post Office Fraud: পোস্ট অফিসে বড়সড় প্রতারণার ফাঁদ, একযোগে কলকাতা ও বালুঘাটে তল্লাশি ইডির
Post Office Fraud: ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বালুরঘাটে দু’টি পোস্ট অফিসে কর্মরত ছিলেন প্রজ্ঞা। অভিযোগ, সেই সময়ে তিনি নিজে থেকে MIS স্কিম ও রেকারিং ডিপোজিটের একাধিক অ্যাকাউন্ট বন্ধ করে সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। তারপর সেই টাকা তুলেও নেন বলে অভিযোগ।

কলকাতা: পোস্ট অফিসের ৬৫ লক্ষ টাকা জালিয়াতি করে হাতিয়ে নেওয়ার অভিযোগ। বরাহনগর ও বালুরঘাটে তল্লাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের। প্রজ্ঞা পারমিতা মৈত্র নামে এক মহিলার বিরুদ্ধে মোট ৬৫ লক্ষ ৯২ হাজার ২১৯ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ২০২২ সালের ১২ ডিসেম্বর এ ঘটনায় বালুরঘাট থানায় একটি এফআইআর দায়ের হয়। তারপরই এ মামলার তদন্তভার নেয় ইডি। চলছিল তল্লাশি। এবার একযোগে খানা তল্লাশি হল কলকাতা ও বালুরঘাটে।
সূত্রের খবর, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বালুরঘাটে দু’টি পোস্ট অফিসে কর্মরত ছিলেন প্রজ্ঞা। অভিযোগ, সেই সময়ে তিনি নিজে থেকে MIS স্কিম ও রেকারিং ডিপোজিটের একাধিক অ্যাকাউন্ট বন্ধ করে সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। তারপর সেই টাকা তুলেও নেন। এভাবে একটি পোস্ট অফিস থেকে ২৯ লক্ষ ৯২ হাজার ২১৯ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।
তবে এথানেই থেমে থাকেননি তিনি। আরও একটি পোস্ট অফিসেও পাতেন জাতিয়াতির ফাঁদ। হাতিয়ে নেন ৩৬ লক্ষ টাকা। অভিযোগ, মোট ৬৫ লক্ষ ৯২ হাজার ২১৯ টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেন ওই মহিলা। কিন্তু, জালিয়াতি ধরা পড়তেই বাড়ে চাপ। সেই সময় ৪৭ লক্ষ ৬০ হাজার ৬০ টাকা সরকারি কোষাগারে ফেরতও দেন। ততদিনে বালুরঘাটে পুলিশের খাতায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ দায়ের হওয়ার পরেই বালুরঘাট থেকে কলকাতায় বরাহনগরে ফ্ল্যাটে চলে আসেন তিনি।
